আজ বাংলাদেশের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ

‘জ্যোতি’ ছড়াচ্ছে অধিনায়কের ব্যাট

স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৫, ০৮: ০০

তিন ম্যাচে তার রান- ১০১, ৫১ ও ৮৩*। মোট রান ২৩৫। এই ব্যাটারের নাম নিগার সুলতানা জ্যোতি। পাকিস্তানের লাহোরে চলমান ৬ দেশের নারী বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশ অধিনায়কের ব্যাটে ‘জ্যোতি’ ছড়াচ্ছে। তার ব্যাটিংনৈপুণ্যে বাছাই পর্বে একের পর এক রেকর্ডের উৎসব করছে বাংলাদেশও। তিন ম্যাচেই বড় স্কোর গড়ে জিতেছে দল।

থাইল্যান্ডের বিপক্ষে ৩ উইকেটে ২৭১ রান তোলে বাংলাদেশ। নারী ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ড এটি। এ ম্যাচে ব্যক্তিগত অর্জনে নিজেকে ছাপিয়ে যান জ্যোতি। ওয়ানডে ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরি পান বাংলাদেশ নারী দলের এই অধিনায়ক। পাশাপাশি ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের পক্ষে বাউন্ডারি থেকে সর্বোচ্চ ৬৬ রান নেন এই অভিজ্ঞ ব্যাটার। শুধু তা-ই নয়, তৃতীয় উইকেটে শারমিন সুলতানার সঙ্গে ১৫২ রানের সর্বোচ্চ জুটি গড়ার রেকর্ড গড়েন ২৭ বছর বয়সি এই নারী ক্রিকেটার। ওয়ানডে ইতিহাসে বাংলাদেশ পায় ১৭৮ রানের সবচেয়ে বড় জয়ের দেখা। এরপর আয়ারল্যান্ডের বিপক্ষে অবিশ্বাস্য জয়ের ম্যাচে ২৩৫ রান তাড়া করে জিতেছে বাংলাদেশ। এ ম্যাচেও অধিনায়ক জ্যোতি ৫১ রানের ইনিংস খেলে গুরুত্বপূর্ণ অবদান রাখে। সর্বশেষ স্কটল্যান্ডের বিপক্ষে আবার সর্বোচ্চ স্কোরের রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়ে বাংলাদেশ। এই রেকর্ড গড়া জয়ের ম্যাচে অপরাজিত ৮৩ রানের ইনিংস খেলেন জ্যোতি। ব্যাটিংয়ে অসাধারণ দক্ষতার পরিচয় দিয়ে যাচ্ছেন এই ব্যাটার। পাশাপাশি বাংলাদেশ দলকেও চমৎকার নেতৃত্ব দিচ্ছেন এই ক্রিকেটার। তার নিখুঁত অধিনায়কত্বে ব্যাটিং, বোলিং আর ফিল্ডিংয়ে পুরো দল দারুণ চনমনে। জ্যোতিতে উজ্জীবিত বাংলাদেশ এখন বাছাই পর্বে সেরা দল। তিন ম্যাচে বাংলাদেশের অর্জন সর্বোচ্চ ৬ পয়েন্ট। স্বাগতিক পাকিস্তানেরও অর্জন ৬ পয়েন্ট। তবে নেট রান রেটে এগিয়ে থাকায় পয়েন্ট টেবিলের শীর্ষে বাংলাদেশ।

বিজ্ঞাপন

২০২৫ নারী বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলতে আর মাত্র এক পয়েন্ট দরকার বাংলাদেশের। হাতে রয়েছে আরো দুটি ম্যাচ। এই দুই ম্যাচ থেকে এক পয়েন্ট পেলেই বিশ্বকাপে খেলবে বাংলাদেশ। আজ বাছাই পর্বে নিজেদের চতুর্থ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টায় ম্যাচটি শুরু হবে। এরপর ১৯ এপ্রিল স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে বাছাই পর্বে নিজেদের পঞ্চম ও শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ। বাছাই পর্বে পাঁচ ম্যাচেই জয় তুলে নেওয়ার লক্ষ্যে খেলছে বাংলাদেশ। অধিনায়ক জ্যোতি জানান, ‘আমরা ম্যাচ ধরে ধরে এগোতে চাই। আমরা পরবর্তী ম্যাচের অপেক্ষায় আছি। তবে আমরা সবসময় দল হিসেবেই খেলি। আমরা দল হিসেবে যেটা ভালো করেছি, সেদিকে মনোযোগ দিতে হবে। এটা অবশ্যই একটা বড় ম্যাচ (ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে) হতে চলেছে, আর গত কয়েকটি ম্যাচে যেভাবে খেলেছি, আমরা চাই সেই ধারাবাহিকতা বজায় থাকুক।’ বাছাই পর্বে ব্যাটারদের পারফরম্যান্সের উচ্ছ্বসিত প্রশংসা করেন জ্যোতি। তিনি বলেন, ‘গত কয়েক বছর ধরে আমাদের দৃশ্যমান সমস্যা ছিল ব্যাটিং। বোলাররা ভালো করছিল, কিন্তু ব্যাটিং ইউনিট সেভাবে চলছিল না। কিন্তু এই টুর্নামেন্টে ব্যাটাররা দারুণ খেলছে। বিশেষ করে টপ অর্ডারে ধারাবাহিকভাবে রান এসেছে। এটা ছিল একমাত্র দিক যেখানে উন্নতির দরকার ছিল আর সেই উন্নতিটাই এখন দেখা যাচ্ছে।’

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত