
স্পোর্টস ডেস্ক

বিশ্বকাপের টিকিট আগেই কেটে ফেলেছে ব্রাজিল। তবে ২০২৬ বিশ্বকাপের বাছাই পর্বের আনুষ্ঠানিকতা এখনো শেষ হয়নি। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের এখনো দুটি ম্যাচ বাকি। ৫ সেপ্টেম্বর ঘরের মাঠে ব্রাজিল আতিথ্য দেবে চিলিকে। আর ১০ সেপ্টেম্বর বলিভিয়া সফরে যাবে তারা। দুই ম্যাচকে সামনে রেখে ২৫ সদস্যের দলও ঘোষণা দিয়ে ফেলেছেন কোচ কার্লো আনচেলত্তি। এই দুই ম্যাচের জন্য শেষ সময়ের জন্য নিজেদের ঝালিয়ে নিচ্ছেন ব্রাজিলিয়ান ফুটবলাররা।
কিন্তু এ দলে জায়গা হয়নি নেইমার জুনিয়রের। চোটের অজুহাত দেখিয়ে এ ফুটবল সুপারস্টারকে দল থেকে বাদ দিয়েছেন এ ইতালিয়ান কোচ। যদিও খবর উড়ে বেড়াচ্ছিল, দীর্ঘদিনের বিরতি দিয়ে অবশেষে জাতীয় দলে ফিরতে যাচ্ছেন এ তারকা ফরোয়ার্ড। নেইমারের ইনজুরিতে পড়ার খবরটা আসে দল দেওয়ার আগেই। যে কারণে এ নিয়ে কোনো কথা হয়নি। কিন্তু দল থেকে নিজের ছিটকে যাওয়া নিয়ে মন্তব্য করে বিতর্কের জন্ম দিয়েছেন নেইমার। তার একটি মন্তব্য জুগিয়েছে নতুন আলোচনার খোরাক। নেইমার বলছেন, দলে তার না থাকার কারণটা ইনজুরি নয়- কোচের সিদ্ধান্ত।
সবাই ধরেই নিয়েছিলেন এবার মাঠে ফিরতে সময় নেবেন নেইমার। কিন্তু বাস্তবে এমনটা হয়নি। সবাইকে অবাক করে দিয়ে সোমবার ফ্লুমিনেন্সের বিপক্ষে ৯০ মিনিট মাঠে দাপিয়ে বেড়িয়েছেন সান্তোসের এ প্রাণভোমরা। গোলশূন্য ড্র ম্যাচ শেষে নিজের চোট নিয়ে নেইমার বলেন, ‘অ্যাডাক্টরে খানিকটা ফোলা ছিল। সঙ্গে ছিল অস্বস্তিও। তবে এটা যে গুরুতর কিছু নয়, তার প্রমাণ আমি খেলেছি। ২৪ আগস্ট বাহিয়ার বিপক্ষে খেলা সম্ভব ছিল না। তাই কয়েকটা অনুশীলন সেশন থেকে বিশ্রাম পেয়েছিলাম।’
ব্রাজিল জাতীয় দলে জায়গা না পাওয়া নিয়ে নেইমার বলেন, ‘আমাকে না রাখার কারণ সম্পূর্ণ টেকনিক্যাল। শারীরিক ফিটনেসের সঙ্গে কোনো সম্পর্ক নেই। সিদ্ধান্তটা কোচের। আর আমি তার সিদ্ধান্তকে সম্মান জানাই। যেহেতু দলে নেই, তাই বাইরে বসেই দলকে সমর্থন দিতে হবে এখন।’

বিশ্বকাপের টিকিট আগেই কেটে ফেলেছে ব্রাজিল। তবে ২০২৬ বিশ্বকাপের বাছাই পর্বের আনুষ্ঠানিকতা এখনো শেষ হয়নি। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের এখনো দুটি ম্যাচ বাকি। ৫ সেপ্টেম্বর ঘরের মাঠে ব্রাজিল আতিথ্য দেবে চিলিকে। আর ১০ সেপ্টেম্বর বলিভিয়া সফরে যাবে তারা। দুই ম্যাচকে সামনে রেখে ২৫ সদস্যের দলও ঘোষণা দিয়ে ফেলেছেন কোচ কার্লো আনচেলত্তি। এই দুই ম্যাচের জন্য শেষ সময়ের জন্য নিজেদের ঝালিয়ে নিচ্ছেন ব্রাজিলিয়ান ফুটবলাররা।
কিন্তু এ দলে জায়গা হয়নি নেইমার জুনিয়রের। চোটের অজুহাত দেখিয়ে এ ফুটবল সুপারস্টারকে দল থেকে বাদ দিয়েছেন এ ইতালিয়ান কোচ। যদিও খবর উড়ে বেড়াচ্ছিল, দীর্ঘদিনের বিরতি দিয়ে অবশেষে জাতীয় দলে ফিরতে যাচ্ছেন এ তারকা ফরোয়ার্ড। নেইমারের ইনজুরিতে পড়ার খবরটা আসে দল দেওয়ার আগেই। যে কারণে এ নিয়ে কোনো কথা হয়নি। কিন্তু দল থেকে নিজের ছিটকে যাওয়া নিয়ে মন্তব্য করে বিতর্কের জন্ম দিয়েছেন নেইমার। তার একটি মন্তব্য জুগিয়েছে নতুন আলোচনার খোরাক। নেইমার বলছেন, দলে তার না থাকার কারণটা ইনজুরি নয়- কোচের সিদ্ধান্ত।
সবাই ধরেই নিয়েছিলেন এবার মাঠে ফিরতে সময় নেবেন নেইমার। কিন্তু বাস্তবে এমনটা হয়নি। সবাইকে অবাক করে দিয়ে সোমবার ফ্লুমিনেন্সের বিপক্ষে ৯০ মিনিট মাঠে দাপিয়ে বেড়িয়েছেন সান্তোসের এ প্রাণভোমরা। গোলশূন্য ড্র ম্যাচ শেষে নিজের চোট নিয়ে নেইমার বলেন, ‘অ্যাডাক্টরে খানিকটা ফোলা ছিল। সঙ্গে ছিল অস্বস্তিও। তবে এটা যে গুরুতর কিছু নয়, তার প্রমাণ আমি খেলেছি। ২৪ আগস্ট বাহিয়ার বিপক্ষে খেলা সম্ভব ছিল না। তাই কয়েকটা অনুশীলন সেশন থেকে বিশ্রাম পেয়েছিলাম।’
ব্রাজিল জাতীয় দলে জায়গা না পাওয়া নিয়ে নেইমার বলেন, ‘আমাকে না রাখার কারণ সম্পূর্ণ টেকনিক্যাল। শারীরিক ফিটনেসের সঙ্গে কোনো সম্পর্ক নেই। সিদ্ধান্তটা কোচের। আর আমি তার সিদ্ধান্তকে সম্মান জানাই। যেহেতু দলে নেই, তাই বাইরে বসেই দলকে সমর্থন দিতে হবে এখন।’

৩৪তম জাতীয় সাঁতারে আজ তৃতীয় দিনে আরো তিনটি নতুন রেকর্ড হয়েছে। মিরপুর জাতীয় সুইমিং কমপ্লেক্সে ডাইভিং ও ওয়াটার পোলোতে এ রেকর্ডগুলো হয়েছে। সব মিলিয়ে এবারের আসরে মোট ১৫টি নতুন জাতীয় রেকর্ড হলো।
৩৫ মিনিট আগে
সেন্ট্রাল এশিয়া ভলিবল এসোসিয়েশনের (কাভা) টুর্নামেন্ট কাভা কাপে জয় দিয়ে যাত্রা শুরু করল বাংলাদেশ। মালদ্বীপকে স্রেফ উড়িয়ে দিয়েছে স্বাগতিকরা। বুধবার উদ্বোধনী দিনে সহজ জয় পেয়েছে তুর্কমেনিস্তানও।
১ ঘণ্টা আগে
দক্ষিণ আফ্রিকা লিড নিতে পারবে কি না, সেটা নিয়েই দেখা দিয়েছিল অনিশ্চয়তা। কিন্তু দশম উইকেটে ক্যাগিসো রাবাদা পার্টনার সেনুরান মুথুসামির সঙ্গে দুরন্ত ব্যাটিং করে লিখে ফেলেছেন নতুন ইতিহাস। রাওয়ালপিন্ডি টেস্টের তৃতীয় দিনে আজ বুধবার পাকিস্তানের বোলারদের হতাশ করে রেকর্ড গড়েছেন তারকা এ পেসার।
২ ঘণ্টা আগে
প্রথম ইনিংসের মতো আফগানিস্তান দ্বিতীয় ইনিংসও বড় করতে পারল না। রিচার্ড এনগারাভা ও ব্লেসিং মুজারাবানির দুর্দান্ত বোলিংয়ে অতিথি দলটি গুটিয়ে গেল অল্প রানে। তাতে ব্যাট-বলের দাপুটে পারফরম্যান্সে তিনদিনেই হারারে টেস্ট জিতে নিল জিম্বাবুয়ে।
২ ঘণ্টা আগে