সান্তোসের হার, দর্শকের সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৫ জুলাই ২০২৫, ০১: ৫৭
আপডেট : ২৫ জুলাই ২০২৫, ১৭: ০৯

ব্রাজিলের শীর্ষ লিগ সেরি এ-তে ফের হারের তেতো স্বাদ হজম করলেন নেইমার জুনিয়র। তার ক্লাব সান্তোসকে ২-১ গোলে ধরাশায়ী করেছে ইন্তারনাসিওনাল। আগের ম্যাচে মিরাসলের কাছে বিধ্বস্ত হয়েছিল তারা।

বিজ্ঞাপন

এ ম্যাচ হেরে অবনমন অঞ্চলে নেমে গেছে তার দলটি। ঘরের মাঠ এস্তাদিও ভিলা বেলমিরোয় ৭৫ মিনিটের মধ্যে ২ গোল খেয়ে ব্যাকফুটে চলে যায় সান্তোস। শেষ দিকে দারুণ খেললেও আর ঘুরে দাঁড়াতে পারেনি। ইনজুরি টাইমের প্রথম মিনিটে শুধু একটি গোল শোধ করেন আলভারো বারিয়াল। ম্যাচের শেষ দিকে নেইমারের দারুণ এক শট পোস্টে লেগে ফিরে আসে। কিন্তু গোল হয়েছে ভেবে উদযাপন শুরু করেন এ ব্রাজিলিয়ান সুপারস্টার।

খুশিতে কর্নার ফ্লাগও লাথি দিয়ে ভেঙে ফেলেন। সান্তোসের সমর্থকরাও তার সঙ্গে উদযাপন শুরু করেন। কিন্তু রেফারি গোল দেননি। একে তো গোল মিস। তারওপর হারের হতাশা। হাঁটু গেড়ে মাঠেই বসে পড়েন নেইমার। শেষে দর্শকের সঙ্গে জড়ান তর্কে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত