গ্লোবাল সুপার লিগ

রংপুরের শক্তিশালী দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২০ জুন ২০২৫, ১৩: ২৬

দরজায় কড়া নাড়ছে গ্লোবাল সুপার লিগের (জিএসএল) দ্বিতীয় আসর। গায়ানায় আগামী ১০ জুলাই পর্দা উঠবে বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি লিগের চ্যাম্পিয়নদের নিয়ে আয়োজিত টুর্নামেন্টটির। বিশ ওভারের টুর্নামেন্টটির জন্য দল ঘোষণা করেছে রংপুর রাইডার্স।

জিএসএলের প্রথম আসরের চ্যাম্পিয়ন রংপুর। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দলটিকে শিরোপা জেতাতে অগ্রনায়কের ভূমিকা রাখেন সৌম্য সরকার। সে আসরে ব্যাট হাতে ১৮৮ রান করেন এই বাঁহাতি ব্যাটার। যথারীতি এবারও তাকে পাচ্ছে উত্তর-পশ্চিমের ফ্র্যাঞ্চাইজিটি।

বিজ্ঞাপন

শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ থাকায় রিশাদ হোসেন ও শেখ মাহেদিকে পাচ্ছে না রংপুর। এবারও দলকে নেতৃত্ব দেবেন নুরুল হাসান সোহান। এছাড়াও দলে রাখা হয়েছে মাহিদুল ইসলাম অঙ্কন, রাকিবুল হাসান, ইয়াসির আলী রাব্বি, আবু হায়দার রনি, নাইম শেখদের মতো ঘরোয়া লিগের নিয়মিত পারফর্মারদের।

বিদেশি ক্যাটাগরিতেও দারুণ কয়েকজনকে পারফর্মারকে পাচ্ছে রংপুর। আছেন তাবরাইজ সামসি, কাইল মায়ার্স, ইব্রাহিম জাদরান, ইফতেখার আহমেদ, আকিফ জাভেদদের মতো পরিচিত মুখরা।

রংপুর রাইডার্সের স্কোয়াড: কাজী নুরুল হাসান সোহান (অধিনায়ক), সৌম্য সরকার, মাহিদুল ইসলাম, নাইম শেখ, সাইফ হাসান, ইয়াসির আলী রাব্বি, কামরুল ইসলাম রাব্বি, রাকিবুল হাসান, আবু হায়দার রনি, তাবরাইজ সামসি, কাইল মায়ার্স, ইব্রাহিম জাদরান, ইফতেখার আহমেদ, আকিফ জাভেদ, হারমিত সিং, খাজা নাফে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত