স্টাফ রিপোর্টার (ঢাকা উত্তর)
বিকেএসপি আয়োজিত দেশব্যাপী ক্রিকেট ও ফুটবলের জন্য ‘গোল ও ছক্কার ফুলঝুরি’ শীর্ষক প্রতিভা অন্বেষণ কার্যক্রমের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ঢাকা বিকেএসপিসহ বিকেএসপির আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র দিনাজপুর, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট ও চট্টগ্রাম এবং ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে অনূর্ধ্ব-১৬ প্রতিভাবান ফুটবল এবং ক্রিকেট খেলোয়াড়দের নিয়ে এ কার্যক্রম অনুষ্ঠিত হবে।
বিকেএসপির জনসংযোগ কর্মকর্তা আশরাফুজ্জামান জানান, দেশের প্রত্যেক বিভাগ থেকে ফুটবল ও ক্রিকেটে দুজন করে মোট ১৬ জন প্রতিভাবান খেলোয়াড় বাছাই করে আগামী ১ নভেম্বর ঢাকা বিকেএসপিতে চূড়ান্ত বাছাই অনুষ্ঠিত হবে। এ কর্মপরিকল্পনার মূল উদ্দেশ্য ক্রীড়ামুখী শিশুদের উৎসাহিত করা এবং জাতীয় পর্যায়ের জন্য ভবিষ্যৎ ক্রীড়াবিদ তৈরি করা । আগ্রহী খেলোয়াড়দের (বালক) জন্মসনদ, এক কপি পাসপোর্ট সাইজের ছবি এবং প্রয়োজনীয় ক্রীড়া সামগ্রীসহ আগামী ২৫ অক্টোবর নিকটস্থ ভেন্যুতে সকাল ৯টা থেকে বিকাল ৪টার মধ্যে উপস্থিত থাকতে হবে।
বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুনীরুল ইসলাম বিকেএসপি আয়োজিত এ কর্মসূসিকে সময়োপযোগী পদক্ষেপ উল্লেখ করে বলেন, ‘দেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে থাকা পাওয়ার হিটার ক্রিকেটার ও ফুটবলের জন্য স্ট্রাইকার ও স্কোরার খেলোয়াড়রা তাদের প্রতিভা বিকাশের সুযোগ পাবে। এ প্রতিভা অন্বেষণ থেকে প্রাপ্ত প্রতিভাবান খেলোয়াড়দের সব তথ্য ডেটা ব্যাংক তৈরি করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন এবং ক্রিকেট বোর্ডকে হস্তান্তর করা হবে। পরে বিকেএসপিতেও বিভিন্ন ক্যাপসুল প্রশিক্ষণের আয়োজন করা হবে। ফলে দেশের ক্রিকেট ও ফুটবল জাতীয় দল আরো বেশি সমৃদ্ধ হবে।’
বিকেএসপি আয়োজিত দেশব্যাপী ক্রিকেট ও ফুটবলের জন্য ‘গোল ও ছক্কার ফুলঝুরি’ শীর্ষক প্রতিভা অন্বেষণ কার্যক্রমের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ঢাকা বিকেএসপিসহ বিকেএসপির আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র দিনাজপুর, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট ও চট্টগ্রাম এবং ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে অনূর্ধ্ব-১৬ প্রতিভাবান ফুটবল এবং ক্রিকেট খেলোয়াড়দের নিয়ে এ কার্যক্রম অনুষ্ঠিত হবে।
বিকেএসপির জনসংযোগ কর্মকর্তা আশরাফুজ্জামান জানান, দেশের প্রত্যেক বিভাগ থেকে ফুটবল ও ক্রিকেটে দুজন করে মোট ১৬ জন প্রতিভাবান খেলোয়াড় বাছাই করে আগামী ১ নভেম্বর ঢাকা বিকেএসপিতে চূড়ান্ত বাছাই অনুষ্ঠিত হবে। এ কর্মপরিকল্পনার মূল উদ্দেশ্য ক্রীড়ামুখী শিশুদের উৎসাহিত করা এবং জাতীয় পর্যায়ের জন্য ভবিষ্যৎ ক্রীড়াবিদ তৈরি করা । আগ্রহী খেলোয়াড়দের (বালক) জন্মসনদ, এক কপি পাসপোর্ট সাইজের ছবি এবং প্রয়োজনীয় ক্রীড়া সামগ্রীসহ আগামী ২৫ অক্টোবর নিকটস্থ ভেন্যুতে সকাল ৯টা থেকে বিকাল ৪টার মধ্যে উপস্থিত থাকতে হবে।
বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুনীরুল ইসলাম বিকেএসপি আয়োজিত এ কর্মসূসিকে সময়োপযোগী পদক্ষেপ উল্লেখ করে বলেন, ‘দেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে থাকা পাওয়ার হিটার ক্রিকেটার ও ফুটবলের জন্য স্ট্রাইকার ও স্কোরার খেলোয়াড়রা তাদের প্রতিভা বিকাশের সুযোগ পাবে। এ প্রতিভা অন্বেষণ থেকে প্রাপ্ত প্রতিভাবান খেলোয়াড়দের সব তথ্য ডেটা ব্যাংক তৈরি করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন এবং ক্রিকেট বোর্ডকে হস্তান্তর করা হবে। পরে বিকেএসপিতেও বিভিন্ন ক্যাপসুল প্রশিক্ষণের আয়োজন করা হবে। ফলে দেশের ক্রিকেট ও ফুটবল জাতীয় দল আরো বেশি সমৃদ্ধ হবে।’
দারুণ ফর্মে রয়েছে রিয়াল মাদ্রিদ। ঘরোয়া থেকে ইউরোপিয়ান ফুটবল- প্রতিটি জায়গাতেই দাপট দেখিয়ে চলেছে কোচ জাবি আলোনসোর শিষ্যরা। লা লিগায় এখন পর্যন্ত ৯ ম্যাচ খেলে জিতেছে ৮টিতেই। হার বলতে একটিতে।
৮ ঘণ্টা আগেদারুণ সময় কাটছে আর্সেনালের। আগে থেকেই জয়ের ছন্দে ছিল কোচ মিকেল আর্তেতার শিষ্যরা। ছুটে চলছিল জয়ে রথে চেপে। তার ধারাবাহিকতায় চ্যাম্পিয়নস লিগে তুলে নিয়েছে আরও একটি বড় জয়। ইংলিশ জায়ান্ট ক্লাবটি ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদকে। সব ধরনের টুর্নামেন্ট মিলিয়ে এনিয়ে টানা ছয় ম্যাচে জয় পেল ক্লাবটি।
৮ ঘণ্টা আগেবার্সেলোনাকে হারানোর পর থেকেই সময়টা যেন ভালো যাচ্ছিল না। মাঠের পারফরম্যান্সে কোথায় যেন খেই হারিয়ে ফেলেছিল পিএসজি। ফরাসি লিগ ওয়ানে হোঁচট খেয়ে বসে পরপর দুই ম্যাচে। স্ত্রাসবুর্গের বিপক্ষে ছয় গোলের থ্রিলার ম্যাচে জয়বঞ্চিত হয়েছে দলটি।
৮ ঘণ্টা আগেবাবা ক্রিশ্চিয়ানো রোনালদোর মতো ছেলেও খেলবেন পর্তুগালের জাতীয় দলে। স্বপ্নের সেই পথে একটু একটু করে এগোচ্ছেন তনয় ক্রিশ্চিয়ানো জুনিয়র। গত মে’তে পর্তুগাল অনূর্ধ্ব-১৫ দলে জায়গা পেয়েছিলেন।
১২ ঘণ্টা আগে