প্রস্তুতি ম্যাচ আজ জ্যোতিদের

স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১৬: ৫৬

দরজায় কড়া নাড়ছে নারী ক্রিকেট বিশ্বকাপ। ৩০ সেপ্টেম্বর গুয়াহাটিতে স্বাগতিক ভারত-শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচ দিয়ে পর্দা উঠতে যাচ্ছে নারী ক্রিকেটের এ বৈশ্বিক আসরের। তার আগে চলছে দলগুলোর শেষ সময়ের প্রস্তুতি। প্রস্তুতির অংশ হিসেবে আইসিসির অফিসিয়াল ওয়ার্ম-আপ ম্যাচ খেলতে আজ মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা।

বিজ্ঞাপন

কলম্বোতে লাল-সবুজের প্রতিনিধিদের আজকের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। আজ মাঠে গড়াচ্ছে আরও তিনটি প্রস্তুতি ম্যাচ- খেলা হবে ভারত ‘এ’ বনাম নিউজিল্যান্ড, ভারত বনাম ইংল্যান্ড ও শ্রীলঙ্কা বনাম পাকিস্তান লড়াই।

২৭ সেপ্টেম্বর নিগার সুলতানা জ্যোতিরা নিজেদের দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচটি খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে। ভারত-পাকিস্তান দ্বন্দ্বের কারণে এবারের মেয়েদের নারী বিশ্বকাপ হচ্ছে হাইব্রিড মডেলে- ভারত ও শ্রীলঙ্কার মাঠে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত