আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

আধা ঘণ্টায় বাংলাদেশ ম্যাচের টিকিট ‘সোল্ডআউট’

স্পোর্টস রিপোর্টার

আধা ঘণ্টায় বাংলাদেশ ম্যাচের টিকিট ‘সোল্ডআউট’

আগামী ৯ অক্টোবর জাতীয় স্টেডিয়ামে হবে বাংলাদেশ ও হংকংয়ের মধ্যকার এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচ। এই ম্যাচের টিকিট মাত্র আধা ঘণ্টায় ‘সোল্ডআউট’ হয়েছে বলে দাবি করেছে বাফুফে।

বিজ্ঞাপন

বাফুফের কম্পিটিশন কমিটির সদস্য তাজওয়ার আউয়াল জানান, ‘আমরা সাধারণ গ্যালারি ও ক্লাব হাউস যে টিকিটগুলো ছেড়েছিলাম সেগুলো সবই বিক্রি হয়েছে। সব মিলিয়ে ২৪ মিনিট লেগেছে আর হয়তো পেমেন্ট ফেইলিউর বা অন্য কিছুর জন্য হয়তো আরো ৫-৬ মিনিট লেগেছে। সব মিলিয়ে আধা ঘণ্টার মধ্যে টিকিট বিক্রি হয়েছে।’

জাতীয় স্টেডিয়ামে গ্যালারির আসন ১৮ হাজার। আর ক্লাব হাউস এক হাজার আসন রয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন