আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বাফুফের কার্যক্রমে তুষ্ট ফিফা সভাপতি

স্পোর্টস রিপোর্টার

বাফুফের কার্যক্রমে তুষ্ট ফিফা সভাপতি

বিশ্ব ভ্রমণের অংশ হিসেবে বিশ্বকাপ ট্রফি বাংলাদেশ সফরে এসেছে। এই মর্যাদাপূর্ণ ট্রফির সঙ্গে বাংলাদেশ সফরে আসেন ব্রাজিলের কিংবদন্তি ও ২০০২ বিশ্বকাপজয়ী এবং ফিফা অ্যাম্বাসেডর গিলবার্তো সিলভা।

বিজ্ঞাপন

গিলবার্তো ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর পাঠানো বিশেষ সম্মাননাও নিয়ে এসেছেন। বাফুফে সভাপতির পক্ষে এই সম্মাননা গ্রহণ করেন সহসভাপতি ফাহাদ করিম। সম্মাননা স্মারক হিসেবে একটি ক্ষুদ্রাকৃতির ফিফা বিশ্বকাপ ট্রফি তার হাতে তুলে দেন গিলবার্তো।

ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো তার বার্তায় বাংলাদেশে ফিফা বিশ্বকাপ ট্রফি ট্যুর সফলভাবে আয়োজন হওয়ায় সন্তুষ্টি প্রকাশ করেছেন। পাশাপাশি বাংলাদেশে ফুটবলের উন্নয়ন ও অগ্রগতিতে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের চলমান উদ্যোগের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে বাফুফের জন্য আন্তরিক শুভকামনা ব্যক্ত করেন তিনি আজ এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে বাফুফে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন