আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সাফ ফুটসালে দ্বিতীয় জয় বাংলাদেশের

স্পোর্টস রিপোর্টার

সাফ ফুটসালে দ্বিতীয় জয় বাংলাদেশের

সাফ ফুটসালে দ্বিতীয় জয় পেলো বাংলাদেশ। আজ মঙ্গলবার বাংলাদেশ ৫-১ গোলে হারায় শ্রীলঙ্কাকে। এই জয়ে চার ম্যাচ খেলে বাংলাদেশের অর্জন ৭ পয়েন্ট। টেবিলের দুইয়ে উঠে এসেছেন ওয়াহেদ-মঈন আহমেদরা। তাদের পরবর্তী ম্যাচ পাকিস্তানের বিপক্ষে, ২২ জানুয়ারি।

বিজ্ঞাপন

ভারতের বিপক্ষে ৪-৪ গোলে ড্র করে সাফের মিশন শুরু হয়েছিল লাল-সবুজের জার্সিধারীদের। এরপর মালদ্বীপের কাছে ৬-১ গোলে হারে তারা। তবে ভুটানকে ৪-১ গোলে হারিয়ে জয়ে ফিরে বাংলাদেশ। এবার শ্রীলঙ্কার বিপক্ষেও জিতল কোচ সাঈদ খোদারাহমির দল।

থাইল্যান্ডের ব্যাংককের ননথাবুরি হলে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের শুরুটা ছিল দারুণ। ৪ মিনিটে রাহবারের একক প্রচেষ্টার গোলে এগিয়ে যায় বাংলাদেশ। এরপর লঙ্কানরা সমতায় ফিরলেও বিরতির আগে আবার এগিয়ে যায় তারা। এবারও গোলদাতার নাম রাহবার। ১৮ মিনিটে ডান দিক দিয়ে আক্রমণে উঠে তার কোনাকুনি শটে বল জালে জড়ায়। দ্বিতীয়ার্ধের শুরুতে ব্যবধান আরও বাড়িয়ে নেয় বাংলাদেশ।

প্রতিপক্ষের ডিফেন্ডাররা তালগোল পাকালে বল পেয়ে যান রাহবার। তার আড়াআড়ি পাস থেকে সহজেই লক্ষ্যভেদ করেন ফাঁকায় থাকা মঈন। পরে তাজওয়ার কাশেমের গোলে জয়ের পথে অনেকটাই এগিয়ে যায় বাংলাদেশ। শেষ দিকে ম্যাচে ফিরতে মরিয়া শ্রীলঙ্কা সফল হয়নি। ৩৮ মিনিটে আরো একটি গোল পায় বাংলাদেশ। এ গোলটি করেন আবির হোসেন। ফলে টানা দ্বিতীয় জয় পায় লাল-সবুজের জার্সিধারীরা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন