চীনে আমন্ত্রণমূলক টুর্নামেন্ট

শেষ আটে বাফুফে একাডেমি দল

স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৫, ২২: ৩০

চীনের লিজাংয়ে আমন্ত্রণমূলক ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে উঠেছে বাফুফে একাডেমি দল। তবে আজ গ্রুপের শেষ ম্যাচে উহানের কাছে ১-০ গোলে হেরেছে তারা। তবে এই হারে কোয়ার্টার ফাইনালে উঠার ক্ষেত্রে প্রভাব পড়েনি।

বিজ্ঞাপন

৬ পয়েন্ট নিয়ে টুর্নামেন্টের শেষ আটে খেলা নিশ্চিত করেছে বাংলাদেশের দলটি। গ্রুপ পর্বে রানার্সআপ হয়েছে বাংলাদেশ। আর তিন ম্যাচ জিতে উহান গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে।

আজ বিকালে কম্বোডিয়া ও চীনের স্থানীয় দলের ম্যাচের পর বাংলাদেশের প্রতিপক্ষ নির্ধারণ হওয়ার কথা। টুর্নামেন্টে বাংলাদেশ ৮-০ গোলে হারায় শ্রীলঙ্কা একাডেমি দলকে। এর আগে চীনের সানইয়াং দলকে ৪-০ গোলে হারায় বাফুফে একাডেমি দল।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত