এশিয়া কাপের সুপার ফোরে আগেই নাম লিখে ফেলেছে ভারত। বুধবার রাতে টুর্নামেন্টের শেষ চারে চিরপ্রতিদ্বন্দ্বীদের সঙ্গী হয়েছে পাকিস্তানও। স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতকে ৪১ রানে হারিয়ে গ্রুপ পর্বের বৈতরণী পেরিয়ে গেছে অধিনায়ক সালমান আগার দল।
এতে গ্রুপ ‘এ’ থেকে বিদায় নিশ্চিত হয়েছে আমিরাতের। তাদেরও আগে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে ওমান। এই ওমান আজ মাঠে নামছে গ্রুপের শেষ ম্যাচ খেলতে। প্রতিপক্ষ শক্তিশালী ভারত। সূর্যকুমার যাদবরা সুপার ফোরে আগেই জায়গা করে নেওয়ায় এই ম্যাচটি এখন আনুষ্ঠানিকতা ছাড়া আর কিছুই নয়। আবুধাবিতে দুদল মুখোমুখি হবে আজ রাত ৮টা ৩০ মিনিটে।

