আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বাংলাদেশ ম্যাচের আগে আত্মবিশ্বাসী হংকং

স্পোর্টস রিপোর্টার

বাংলাদেশ ম্যাচের আগে আত্মবিশ্বাসী হংকং

ফিফা র‌্যাংকিংয়ে বাংলাদেশের চেয়ে ৩৮ ধাপ এগিয়ে রয়েছে হংকং। আজ এশিয়ান কাপ বাছাই পর্বে বাংলাদেশকে হারাতে আত্মবিশ্বাসী দলটি।

বিজ্ঞাপন

হংকং কোচ অ্যাশলে ওয়েস্টউড জানান, ‘র‌্যাংকিং নিয়ে ভাবি না। দুই দলই উন্নতির পথে। বাংলাদেশ এখনকার চেয়ে ১৮ মাস আগেও আলাদা অবস্থানে ছিল। এখন একটা স্থায়িত্ব এসেছে, একজন কোচ আছেন যিনি কিছু সময় ধরে দায়িত্বে আছেন।র‌্যাংকিং আমার কাছে গৌণ বিষয়। আমরা লিচেনস্টাইনের (২০৩ নম্বরে) কাছে হেরেছিলাম। কিন্তু তারা ইউরোপে খেলে। তাই র‌্যাংকিং নয়, আমরা প্রতিপক্ষকে দেখি, খেলোয়াড়দের দেখি। ভালো প্রস্তুতি নিয়ে নামি। কারণ ফুটবলে অনেক কিছু ভূমিকা রাখে। যেমন- দর্শক, পরিবেশ, স্টেডিয়াম, ভ্রমন, খাবার ও আবহাওয়া।’ অন্যদিকে, হংকং দলের মিডফিল্ডার জয় ইন জেসি ইউ বলেন, ‘আমার জীবনে প্রথমবার বাংলাদেশের মতো একটা জায়গায় আসতে পেরে দারুণ লাগছে। আতিথেয়তা অসাধারণ। আমি খেলার জন্য মুখিয়ে আছি।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন