রংপুরের রানা-সাইফউদ্দিনে কাবু সিলেট

স্পোর্টস রিপোর্টার, সিলেট থেকে
প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৪, ২০: ৫২

শীতের রাতে বোলিংয়ের সময় থাকবে শিশিরের প্রভাব। তবুও টস জিতে রংপুর রাইডার্স অধিনায়ক নুরুল হাসান সোহানের চাওয়া প্রথমে ব্যাটিং। তার এই সিদ্ধান্তের পরও জয় পেয়েছে রংপুর রাইডার্স। দ্বিতীয় জয় তুলে নেওয়ার দিনে সিলেট স্ট্রাইকার্সকে তারা হারায় ৩৪ রানে। এই জয়ের কৃতিত্ব অবশ্য মোহাম্মদ সাইফউদ্দিন ও নাহিদ রানার দারুণ বোলিং।

প্রথম ম্যাচে রংপুরের জয়ের নায়ক ছিলেন স্পিনার শেখ মাহেদি। দ্বিতীয় ম্যাচে সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেননি। মাহেদির ব্যর্থতার দিনে রংপুরের জয়ের নায়ক মোহাম্মদ সাইফউদ্দিন ও নাহিদ রানা। গ্লোবাল সুপার লিগে ইনজুরিতে পড়া সাইফউদ্দিন রংপুরের একাদশে ফেরেন দ্বিতীয় ম্যাচেই। তাদের দুজনের দারুণ বোলিংয়ে রংপুরকে পেছনে তাকাতে হয়নি।

বিজ্ঞাপন

সাইফউদ্দিন ১৮ রানে দুইটি ও নাহিদ রানা ২৭ রানে নেন চার উইকেট। সিলেটের হয়ে সর্বোচ্চ ৪১ রান করেন ওপেনার রনি তালুকদার। দ্বিতীয় সর্বোচ্চ ২৪ রান আসে জাকের আলী অনিকের ব্যাটে। তাদের দু’জনের ব্যাটে ভর করে রংপুরের ছুড়ে দেওয়া ১৫৬ রানের লক্ষ্যে সিলেট থামে ১২১ রানে।

এর আগে ব্যাটিংয়ে নেমে রংপুরের শুরুটাও ভালো ছিল না। ইফতিখার আহমেদ ৪২ বলে করেন ৪৭ রান। মূলত তার দারুণ ওই বোলিংই মূলত রংপুরকে দিয়েছিল ১৫৫ রানের সংগ্রহ। তার কার্যকরী ওই ইনিংসের আগে রংপুরের ব্যাটিং ইনিংসে নেমেছিল ধস। ৬৯ রান তুলতেই তারা হারিয়ে বসে ৪ উইকেট। সিলেটের হয়ে তানজিম সাকিব ২৭ রানে নেন দুই উইকেট। এ ছাড়া আল আমিন নেন ৩১ রানে দুই উইকেট।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত