ব্রাজিল দলে এবারও জায়গা হলো না নেইমারের

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৫, ১৯: ১৭

নভেম্বরের ফিফা উইন্ডোতে দুটি প্রীতি ম্যাচ খেলতে যাচ্ছে ব্রাজিল। প্রতিপক্ষ -সেনেগাল ও তিউনিসিয়া। নতুন এই মিশনকে সামনে রেখে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের দলও ঘোষণা করেছে কোচ কার্লো আনচেলত্তি। কিন্তু সেলেসাওদের ঘোষিত সেই ২৬ সদস্যের দলে জায়গা হয়নি চোট কাটিয়ে সান্তোসের হয়ে মাঠে ফেরা নেইমার জুনিয়রের। শুধু প্রীতি ম্যাচের এই দল থেকেই বাদ পড়েননি। ব্রাজিলিয়ান এ সুপারস্টার কার্যত ছিটকে গেছেন আনচেলত্তির আগামী ২০২৬ বিশ্বকাপের পরিকল্পনা থেকেও। এমনটাই আভাস দিয়েছেন ইতালিয়ান এ ফুটবল গুরু।

বিজ্ঞাপন

দল ঘোষণার সময় ব্রাজিলের জার্সিতে নেইমারের ক্যারিয়ারের ভবিষ্যৎ নিয়ে আনচেলত্তি বলেন, ‘আমি নেইমারের সঙ্গে আবার কথা বলেছি। দেখা যাক, চোট থেকে কবে ফিরতে পারে। পুরো বিশ্বকাপ খেলতে হলে খেলোয়াড়ের উচ্চমাত্রার শারীরিক প্রস্তুতি থাকা জরুরি। আমি এমন কোনো খেলোয়াড়কে দলে নেব না, যদি সে পুরোপুরি ফিট না থাকে।’

জাতীয় দলে নেইমারের ফেরার সম্ভাবনা নিয়ে রিয়াল মাদ্রিদের সাবেক এ কোচ যোগ করেন, ‘আমাদের দলে এমন খেলোয়াড় দরকার, যারা সর্বোচ্চ শারীরিক ফিট অবস্থায় থাকবে। নেইমারকে পরীক্ষা করার প্রয়োজন নেই, সবাই জানে সে কেমন খেলোয়াড়। কিন্তু জাতীয় দলে ফেরার আগে তাকে ফিট হতে হবে। ভালো শারীরিক অবস্থায় না থাকলে সে দলকে সাহায্য করতে পারবে না।’

নেইমার দলে না থাকলেও এবার ব্রাজিল দলে ডাক পেয়েছেন বেশ কয়েকজন নতুন মুখ। কাতার বিশ্বকাপের পর প্রথমবারের মতো ডাক পেয়েছেন ফ্যাবিনহো। বায়াহিয়ার রক্ষণভাগের ফুটবলার লুসিয়ানো জুবা ও পালমেইরাসের তরুণ স্ট্রাইকার ভিতর রকও রয়েছেন আনচেলত্তির স্কোয়াডে।

নতুনদের নিয়ে আশাবাদী ব্রাজিল কোচ বলেন, ‘আমি এই ম্যাচগুলোতে নতুন কিছু খেলোয়াড়কে পর্যবেক্ষণ করবো। ফ্যাবিনহো, লুসিয়ানো জুবা, ভিতর রক। ওরা সবাই দারুণ মৌসুম কাটাচ্ছে। এবার আমাদের দলে ব্রাসিলেইরাও থেকে সাতজন খেলোয়াড় আছে, যা লিগটির মানের প্রমাণ। এই দুই ম্যাচে আমরা জাতীয় দলের জন্য আরও স্থিতিশীল একটি ভিত্তি গড়ে তুলতে চাই।’

আগামী ১৫ নভেম্বর লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে সেনেগালকে মোকাবিলা করবে আনচেলত্তির দল। তিন দিন বিরতি দিয়ে (১৮ নভেম্বর) ভিনিসিয়ুস-ক্যাসেমিরোরা ফ্রান্সের লিলে ডেকাথলন স্টেডিয়ামে মুখোমুখি হবে তিউনিসিয়ার।

ব্রাজিল দল

গোলরক্ষক: এদেরসন, বেন্তো, হুগো সুজা।

রক্ষকভাগ: অ্যালেক্স সান্দ্রো, কাইও হেনরিক, দানিলো, এদের মিলিতাও, ফ্যাব্রিসিও ব্রুনো, গ্যাব্রিয়েল মাগালাইস, লুসিয়ানো জুবা, মারকিনিওস, পাওলো হেনরিক, ওয়েসলি।

মাঝ-মাঠ: আন্দ্রে সান্তোস, ব্রুনো গিমারেস, কাসেমিরো, ফাবনিহো ও লুকাস পাকেতা।

আক্রমণভাগ: এস্তেভাও, জোয়াও পেদ্রো, লুইজ হেনরিক, মাতেউস কুনিয়া, রিচার্লিসন, রদ্রিগো, ভিনিসিয়ুস জুনিয়র ও ভিতর রক।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত