লড়াই করে ভারতের কাছে হারল ওমান

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৫, ০১: ২৮

দুদলই হ্যাটট্রিক করল। ব্যবধানটা শুধু হার-জিতের। ভারত এশিয়া কাপের গ্রুপ পর্বে পেল টানা তিন জয়। 'এ' গ্রুপের শীর্ষে থেকে পা রাখল সুপার ফোরে। আর প্রতিপক্ষ ওমান হার মানল টানা তিন ম্যাচে।

বিজ্ঞাপন

তবে দাপটের সঙ্গে জিততে পারেনি সূর্যকুমার যাদবের দল। মধ্যপ্রাচ্যের দল ওমান ২১ রানে হারলেও লড়াই করে গেছে শেষ পর্যন্ত।

শুরুতে ব্যাটিংয়ে নেমে সঞ্জু স্যামসনের হাফসেঞ্চুরিতে (৫৬) ৮ উইকেট হারিয়ে ১৮৮ রানের সংগ্রহ করে ভারতীয়রা। জবাবে আমির কলিম (৬৪) ও হাম্মাদ মির্জার (৫১) ফিফটিতে মাত্র ৪ উইকেট হারিয়ে ১৬৭ রান তোলে থেমে যায় ওমান।


সংক্ষিপ্ত স্কোর


ভারত: ১৮৮/৮, ২০ ওভার (স্যামসন ৫৬, অভিষেক ৩৮; ফয়সাল ২/২৩ ও জিতেন ২/৩৩)।


ওমান : ১৬৭/৪, ২০ ওভার (কলিম ৬৪, হাম্মাদ ৫১; হার্দিক ১/২৬ ও আর্শদীপ ১/৩৭)।


ফল: ভারত ২১ রানে জয়ী।

ম্যাচসেরা: সঞ্জু স্যামসন।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত