স্পোর্টস ডেস্ক
সবশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) চট্টগ্রাম কিংসের হয়ে খেলেছেন পাকিস্তানি ক্রিকেটার হায়দার আলী। ইংল্যান্ডের পুলিশের তদন্তের মুখে এই ব্যাটারকে সাময়িকভাবে নিষিদ্ধ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
সম্প্রতি পাকিস্তান ‘এ’ দলের ইংল্যান্ড সফরে কোনো এক ঘটনায় হায়দারের ওপর অভিযোগ আনা হয়েছে। এজন্য পাকিস্তানের হয়ে দুটি ওয়ানডে ও ৩৫টি টি-টোয়েন্টি খেলা ক্রিকেটারকে জিজ্ঞাসাবাদ করছে গ্রেটার ম্যানচেস্টার পুলিশ। অভিযোগের ধরন নিয়ে এখনও নির্দিষ্টভাবে কিছু জানানো হয়নি।
পাকিস্তান ‘এ’ দলের ইংল্যান্ড সফর শেষ হয়েছে গত ৫ আগস্ট। সফরে তিনটি ওয়ানডে ও দুটি তিনদিনের ম্যাচ খেলেছে সফরকারীরা। ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, জিজ্ঞাসাবাদ করলেও পুলিশি হেফাজতে রাখা হয়নি হায়দারকে। তদন্ত চলাকালীন এই ক্রিকেটারকে পূর্ণ আইনি সহায়তা দেবে পিসিবি।
বিবৃতিতে পিসিবি বলেছে, ‘পিসিবি ম্যানচেস্টার পুলিশের আইনি প্রক্রিয়াকে পূর্ণ সমর্থন এবং সম্মান জানাচ্ছে। সেই সঙ্গে এই তদন্তকে নিজস্ব গতিতে চলার গুরুত্ব স্বীকার করছে। হায়দারকে সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে। তদন্ত প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা অব্যাহত থাকবে। আইনি প্রক্রিয়া চলাকালীন দরকার হলে হায়দারকে সহযোগিতা করা হবে। প্রয়োজনে আইনি প্রক্রিয়া শেষে পিসিবি নিজস্ব নীতিমালা অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবে।’
২০২০ সালের সেপ্টেম্বরে ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি দিয়ে আন্তর্জাতিক ক্রিকেট শুরু করেন হায়দার। ২০২৩ সালের অক্টোবরে পর আর দেশের জার্সিতে দেখা যায়নি তাকে।
সবশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) চট্টগ্রাম কিংসের হয়ে খেলেছেন পাকিস্তানি ক্রিকেটার হায়দার আলী। ইংল্যান্ডের পুলিশের তদন্তের মুখে এই ব্যাটারকে সাময়িকভাবে নিষিদ্ধ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
সম্প্রতি পাকিস্তান ‘এ’ দলের ইংল্যান্ড সফরে কোনো এক ঘটনায় হায়দারের ওপর অভিযোগ আনা হয়েছে। এজন্য পাকিস্তানের হয়ে দুটি ওয়ানডে ও ৩৫টি টি-টোয়েন্টি খেলা ক্রিকেটারকে জিজ্ঞাসাবাদ করছে গ্রেটার ম্যানচেস্টার পুলিশ। অভিযোগের ধরন নিয়ে এখনও নির্দিষ্টভাবে কিছু জানানো হয়নি।
পাকিস্তান ‘এ’ দলের ইংল্যান্ড সফর শেষ হয়েছে গত ৫ আগস্ট। সফরে তিনটি ওয়ানডে ও দুটি তিনদিনের ম্যাচ খেলেছে সফরকারীরা। ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, জিজ্ঞাসাবাদ করলেও পুলিশি হেফাজতে রাখা হয়নি হায়দারকে। তদন্ত চলাকালীন এই ক্রিকেটারকে পূর্ণ আইনি সহায়তা দেবে পিসিবি।
বিবৃতিতে পিসিবি বলেছে, ‘পিসিবি ম্যানচেস্টার পুলিশের আইনি প্রক্রিয়াকে পূর্ণ সমর্থন এবং সম্মান জানাচ্ছে। সেই সঙ্গে এই তদন্তকে নিজস্ব গতিতে চলার গুরুত্ব স্বীকার করছে। হায়দারকে সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে। তদন্ত প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা অব্যাহত থাকবে। আইনি প্রক্রিয়া চলাকালীন দরকার হলে হায়দারকে সহযোগিতা করা হবে। প্রয়োজনে আইনি প্রক্রিয়া শেষে পিসিবি নিজস্ব নীতিমালা অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবে।’
২০২০ সালের সেপ্টেম্বরে ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি দিয়ে আন্তর্জাতিক ক্রিকেট শুরু করেন হায়দার। ২০২৩ সালের অক্টোবরে পর আর দেশের জার্সিতে দেখা যায়নি তাকে।
দারুণ ফর্মে রয়েছে রিয়াল মাদ্রিদ। ঘরোয়া থেকে ইউরোপিয়ান ফুটবল- প্রতিটি জায়গাতেই দাপট দেখিয়ে চলেছে কোচ জাবি আলোনসোর শিষ্যরা। লা লিগায় এখন পর্যন্ত ৯ ম্যাচ খেলে জিতেছে ৮টিতেই। হার বলতে একটিতে।
৭ ঘণ্টা আগেদারুণ সময় কাটছে আর্সেনালের। আগে থেকেই জয়ের ছন্দে ছিল কোচ মিকেল আর্তেতার শিষ্যরা। ছুটে চলছিল জয়ে রথে চেপে। তার ধারাবাহিকতায় চ্যাম্পিয়নস লিগে তুলে নিয়েছে আরও একটি বড় জয়। ইংলিশ জায়ান্ট ক্লাবটি ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদকে। সব ধরনের টুর্নামেন্ট মিলিয়ে এনিয়ে টানা ছয় ম্যাচে জয় পেল ক্লাবটি।
৮ ঘণ্টা আগেবার্সেলোনাকে হারানোর পর থেকেই সময়টা যেন ভালো যাচ্ছিল না। মাঠের পারফরম্যান্সে কোথায় যেন খেই হারিয়ে ফেলেছিল পিএসজি। ফরাসি লিগ ওয়ানে হোঁচট খেয়ে বসে পরপর দুই ম্যাচে। স্ত্রাসবুর্গের বিপক্ষে ছয় গোলের থ্রিলার ম্যাচে জয়বঞ্চিত হয়েছে দলটি।
৮ ঘণ্টা আগেবাবা ক্রিশ্চিয়ানো রোনালদোর মতো ছেলেও খেলবেন পর্তুগালের জাতীয় দলে। স্বপ্নের সেই পথে একটু একটু করে এগোচ্ছেন তনয় ক্রিশ্চিয়ানো জুনিয়র। গত মে’তে পর্তুগাল অনূর্ধ্ব-১৫ দলে জায়গা পেয়েছিলেন।
১১ ঘণ্টা আগে