টি-টোয়েন্টি সিরিজ খেলতে ঢাকায় নেদারল্যান্ডস

স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৫, ১২: ৫৫
আপডেট : ২৭ আগস্ট ২০২৫, ১৩: ১৮

বাংলাদেশের বিপক্ষে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ঢাকায় পা রেখেছে নেদারল্যান্ডস জাতীয় ক্রিকেট দল। বুধবার (২৭ আগস্ট) সকালে একটি ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখে ডাচরা।

১১ বছর পর বাংলাদেশে আসলো নেদারল্যান্ডস। এর আগে সবশেষ ২০১৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে বাংলাদেশে এসেছিল ইউরোপের দলটি। তার আগে ২০১১ ওয়ানডে বিশ্বকাপ খেলতে প্রথমবারের মতো এসেছিল নেদারল্যান্ডস।

বিজ্ঞাপন

আজ দুপুরের একটি ফ্লাইটে সিলেট যাওয়ার কথা নেদারল্যান্ডসের। বাংলাদেশের বিপক্ষে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে কুড়ি ওভারের ম্যাচ তিনটি খেলবে সফরকারী দল। প্রথমবারের মতো বাংলাদেশের মাটিতে দ্বিপাক্ষীক সিরিজ খেলবে তারা। এর আগে নিজেদের মাঠে ২০১২ সালে বাংলাদেশের বিপক্ষে ২ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেছিল নেদারল্যান্ডস।

আগামী ৩০ আগস্ট প্রথম টি-টোয়েন্টিতে মাঠে নামবে বাংলাদেশ ও নেদারল্যান্ডস। ১ ও ৩ সেপ্টেম্বর সিরিজের বাকি ম্যাচ দুটি খেলবে তারা। সবগুলো ম্যাচ শুরু হবে বাংলাদেশ স্থানীয় সময় সন্ধ্যা ছয়টায়।

আগামী ৯ সেপ্টেম্বর এশিয়া কাপের এবারের আসরের পর্দা উঠবে। মূলত তার আগে প্রস্তুতির অংশ হিসেবে ডাচদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত