বিশ্লেষণ

ওয়াসিম আকরাম

পাকিস্তান দল কুলদীপ যাদবের স্পিন খেলার জন্য কার্যকর কায়দায় কি প্রস্তুতি নিয়েছিল? ভারতের কাছে ৭ উইকেটে বড় হারের পর এই প্রশ্নটা উঠতেই পারে। যে কায়দায় কুলদীপকে পাকিস্তানের ব্যাটাররা মোকাবিলা করেছে তা দেখে মনে হচ্ছিল এমন স্পিনারকে জীবনে প্রথমবারের মতো চোখের সামনে দেখছে তারা! এমন উইকেটে ঠিক যেমনভাবে বোলিং করার কথা, কুলদীপ সেটাই করেছে। পাকিস্তানের ব্যাটাররা তাকে রিড করতেই পারেননি। বোলিংয়ের সময় তার হাতের দিকে তাকিয়ে কুলদীপকে রিড করতে না পারলে বোঝার উপায় নেই তার কাছ থেকে কোন ডেলিভারি আসছে! পুরো ম্যাচে হয়েছেও ঠিক সেটাই। লক্ষ করলে দেখবেন কুলদীপের ওভারে এক বল পরপরই পাকিস্তানের ব্যাটাররা তাকে সুইপ শট খেলার চেষ্টা চালাচ্ছে। এমন অন্ধভাবে সুইপ শট খেলার অর্থই হলো ব্যাটাররা তার বলই বুঝতেই পারছে না!
১২৭ আসলে এই ফরম্যাটের জন্য কোনো স্কোরই নয়। হ্যাঁ, মানছি ব্যাটিংয়ে ধস নামতেই পারে। কিন্তু কেউ একজন তো অন্তত শেষ পর্যন্ত থেকে স্কোরটা বড় করবে? সেটা আর হলো কই। অধিনায়ক সালমান আলী আগা, মোহাম্মদ হারিসের ব্যর্থতা আমার চোখে পীড়া দিয়েছে। আসলে ভারতের দুর্দান্ত বোলিংয়ে আক্রমণের কোনো জবাবই খুঁজে পায়নি পাকিস্তান এই ম্যাচে। ৬ রানে ২ উইকেট হারানো দল পাওয়ার প্লের শেষে পৌঁছাল ৪২ রানে ২ উইকেটে। এই পরিক্রমা জানাচ্ছে শুরুর ধাক্কা সামলে নেওয়া গিয়েছিল। কিন্তু সালমান আগা ও হারিস স্ট্রাইক রোর্ট্রেট করতে পারলেন না। ১২ বলে ৩ রান করা সালমান আগা এই ম্যাচে নিজের ব্যাটিং দেখে লজ্জাই পাবেন।
পুরো দলের ব্যাটিংয়ে পরিকল্পনাহীনতার ছাপ স্পষ্ট। নইলে টি-টোয়েন্টি ম্যাচে একটা দল কেন ৬৩টা ডট বল খেলবে? ২০ ওভারের ম্যাচে অর্ধেকের বেশি ওভার ডটবল খেলে কাটিয়ে দিল! পাকিস্তানের ব্যাটারদের এমন ব্যর্থতার দিনে ভারতের বোলারদের কৃতিত্ব দিতেই হবে। সালমান আলী, হারিস, নওয়াজ, ফকর জামানÑএরা সবাই অনেক প্রতিভাবান খেলোয়াড়। তবে ২২ গজে সেই প্রমাণটা তো রাখতে হবে। পরিস্থিতি সামলে ব্যাটিং করতে হবে।
আশায় আছি টুর্নামেন্টের সামনে ম্যাচগুলোতে পাকিস্তান তাদের সমস্যা কাটিয়ে উঠে জয়ী হবে।
ওয়াসিম আকরাম : পাকিস্তানের সাবেক অধিনায়ক

পাকিস্তান দল কুলদীপ যাদবের স্পিন খেলার জন্য কার্যকর কায়দায় কি প্রস্তুতি নিয়েছিল? ভারতের কাছে ৭ উইকেটে বড় হারের পর এই প্রশ্নটা উঠতেই পারে। যে কায়দায় কুলদীপকে পাকিস্তানের ব্যাটাররা মোকাবিলা করেছে তা দেখে মনে হচ্ছিল এমন স্পিনারকে জীবনে প্রথমবারের মতো চোখের সামনে দেখছে তারা! এমন উইকেটে ঠিক যেমনভাবে বোলিং করার কথা, কুলদীপ সেটাই করেছে। পাকিস্তানের ব্যাটাররা তাকে রিড করতেই পারেননি। বোলিংয়ের সময় তার হাতের দিকে তাকিয়ে কুলদীপকে রিড করতে না পারলে বোঝার উপায় নেই তার কাছ থেকে কোন ডেলিভারি আসছে! পুরো ম্যাচে হয়েছেও ঠিক সেটাই। লক্ষ করলে দেখবেন কুলদীপের ওভারে এক বল পরপরই পাকিস্তানের ব্যাটাররা তাকে সুইপ শট খেলার চেষ্টা চালাচ্ছে। এমন অন্ধভাবে সুইপ শট খেলার অর্থই হলো ব্যাটাররা তার বলই বুঝতেই পারছে না!
১২৭ আসলে এই ফরম্যাটের জন্য কোনো স্কোরই নয়। হ্যাঁ, মানছি ব্যাটিংয়ে ধস নামতেই পারে। কিন্তু কেউ একজন তো অন্তত শেষ পর্যন্ত থেকে স্কোরটা বড় করবে? সেটা আর হলো কই। অধিনায়ক সালমান আলী আগা, মোহাম্মদ হারিসের ব্যর্থতা আমার চোখে পীড়া দিয়েছে। আসলে ভারতের দুর্দান্ত বোলিংয়ে আক্রমণের কোনো জবাবই খুঁজে পায়নি পাকিস্তান এই ম্যাচে। ৬ রানে ২ উইকেট হারানো দল পাওয়ার প্লের শেষে পৌঁছাল ৪২ রানে ২ উইকেটে। এই পরিক্রমা জানাচ্ছে শুরুর ধাক্কা সামলে নেওয়া গিয়েছিল। কিন্তু সালমান আগা ও হারিস স্ট্রাইক রোর্ট্রেট করতে পারলেন না। ১২ বলে ৩ রান করা সালমান আগা এই ম্যাচে নিজের ব্যাটিং দেখে লজ্জাই পাবেন।
পুরো দলের ব্যাটিংয়ে পরিকল্পনাহীনতার ছাপ স্পষ্ট। নইলে টি-টোয়েন্টি ম্যাচে একটা দল কেন ৬৩টা ডট বল খেলবে? ২০ ওভারের ম্যাচে অর্ধেকের বেশি ওভার ডটবল খেলে কাটিয়ে দিল! পাকিস্তানের ব্যাটারদের এমন ব্যর্থতার দিনে ভারতের বোলারদের কৃতিত্ব দিতেই হবে। সালমান আলী, হারিস, নওয়াজ, ফকর জামানÑএরা সবাই অনেক প্রতিভাবান খেলোয়াড়। তবে ২২ গজে সেই প্রমাণটা তো রাখতে হবে। পরিস্থিতি সামলে ব্যাটিং করতে হবে।
আশায় আছি টুর্নামেন্টের সামনে ম্যাচগুলোতে পাকিস্তান তাদের সমস্যা কাটিয়ে উঠে জয়ী হবে।
ওয়াসিম আকরাম : পাকিস্তানের সাবেক অধিনায়ক

দারুণ ফর্মে রয়েছে রিয়াল মাদ্রিদ। ঘরোয়া থেকে ইউরোপিয়ান ফুটবল- প্রতিটি জায়গাতেই দাপট দেখিয়ে চলেছে কোচ জাবি আলোনসোর শিষ্যরা। লা লিগায় এখন পর্যন্ত ৯ ম্যাচ খেলে জিতেছে ৮টিতেই। হার বলতে একটিতে।
৭ ঘণ্টা আগে
দারুণ সময় কাটছে আর্সেনালের। আগে থেকেই জয়ের ছন্দে ছিল কোচ মিকেল আর্তেতার শিষ্যরা। ছুটে চলছিল জয়ে রথে চেপে। তার ধারাবাহিকতায় চ্যাম্পিয়নস লিগে তুলে নিয়েছে আরও একটি বড় জয়। ইংলিশ জায়ান্ট ক্লাবটি ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদকে। সব ধরনের টুর্নামেন্ট মিলিয়ে এনিয়ে টানা ছয় ম্যাচে জয় পেল ক্লাবটি।
৭ ঘণ্টা আগে
বার্সেলোনাকে হারানোর পর থেকেই সময়টা যেন ভালো যাচ্ছিল না। মাঠের পারফরম্যান্সে কোথায় যেন খেই হারিয়ে ফেলেছিল পিএসজি। ফরাসি লিগ ওয়ানে হোঁচট খেয়ে বসে পরপর দুই ম্যাচে। স্ত্রাসবুর্গের বিপক্ষে ছয় গোলের থ্রিলার ম্যাচে জয়বঞ্চিত হয়েছে দলটি।
৭ ঘণ্টা আগে
বাবা ক্রিশ্চিয়ানো রোনালদোর মতো ছেলেও খেলবেন পর্তুগালের জাতীয় দলে। স্বপ্নের সেই পথে একটু একটু করে এগোচ্ছেন তনয় ক্রিশ্চিয়ানো জুনিয়র। গত মে’তে পর্তুগাল অনূর্ধ্ব-১৫ দলে জায়গা পেয়েছিলেন।
১১ ঘণ্টা আগে