আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বিশ্লেষণ

একটা দল ৬৩টা ডটবল কেন খেলবে?

ওয়াসিম আকরাম

একটা দল ৬৩টা ডটবল কেন খেলবে?
ওয়াসিম আকরাম

পাকিস্তান দল কুলদীপ যাদবের স্পিন খেলার জন্য কার্যকর কায়দায় কি প্রস্তুতি নিয়েছিল? ভারতের কাছে ৭ উইকেটে বড় হারের পর এই প্রশ্নটা উঠতেই পারে। যে কায়দায় কুলদীপকে পাকিস্তানের ব্যাটাররা মোকাবিলা করেছে তা দেখে মনে হচ্ছিল এমন স্পিনারকে জীবনে প্রথমবারের মতো চোখের সামনে দেখছে তারা! এমন উইকেটে ঠিক যেমনভাবে বোলিং করার কথা, কুলদীপ সেটাই করেছে। পাকিস্তানের ব্যাটাররা তাকে রিড করতেই পারেননি। বোলিংয়ের সময় তার হাতের দিকে তাকিয়ে কুলদীপকে রিড করতে না পারলে বোঝার উপায় নেই তার কাছ থেকে কোন ডেলিভারি আসছে! পুরো ম্যাচে হয়েছেও ঠিক সেটাই। লক্ষ করলে দেখবেন কুলদীপের ওভারে এক বল পরপরই পাকিস্তানের ব্যাটাররা তাকে সুইপ শট খেলার চেষ্টা চালাচ্ছে। এমন অন্ধভাবে সুইপ শট খেলার অর্থই হলো ব্যাটাররা তার বলই বুঝতেই পারছে না!

বিজ্ঞাপন

১২৭ আসলে এই ফরম্যাটের জন্য কোনো স্কোরই নয়। হ্যাঁ, মানছি ব্যাটিংয়ে ধস নামতেই পারে। কিন্তু কেউ একজন তো অন্তত শেষ পর্যন্ত থেকে স্কোরটা বড় করবে? সেটা আর হলো কই। অধিনায়ক সালমান আলী আগা, মোহাম্মদ হারিসের ব্যর্থতা আমার চোখে পীড়া দিয়েছে। আসলে ভারতের দুর্দান্ত বোলিংয়ে আক্রমণের কোনো জবাবই খুঁজে পায়নি পাকিস্তান এই ম্যাচে। ৬ রানে ২ উইকেট হারানো দল পাওয়ার প্লের শেষে পৌঁছাল ৪২ রানে ২ উইকেটে। এই পরিক্রমা জানাচ্ছে শুরুর ধাক্কা সামলে নেওয়া গিয়েছিল। কিন্তু সালমান আগা ও হারিস স্ট্রাইক রোর্ট্রেট করতে পারলেন না। ১২ বলে ৩ রান করা সালমান আগা এই ম্যাচে নিজের ব্যাটিং দেখে লজ্জাই পাবেন।

পুরো দলের ব্যাটিংয়ে পরিকল্পনাহীনতার ছাপ স্পষ্ট। নইলে টি-টোয়েন্টি ম্যাচে একটা দল কেন ৬৩টা ডট বল খেলবে? ২০ ওভারের ম্যাচে অর্ধেকের বেশি ওভার ডটবল খেলে কাটিয়ে দিল! পাকিস্তানের ব্যাটারদের এমন ব্যর্থতার দিনে ভারতের বোলারদের কৃতিত্ব দিতেই হবে। সালমান আলী, হারিস, নওয়াজ, ফকর জামানÑএরা সবাই অনেক প্রতিভাবান খেলোয়াড়। তবে ২২ গজে সেই প্রমাণটা তো রাখতে হবে। পরিস্থিতি সামলে ব্যাটিং করতে হবে।

আশায় আছি টুর্নামেন্টের সামনে ম্যাচগুলোতে পাকিস্তান তাদের সমস্যা কাটিয়ে উঠে জয়ী হবে।

ওয়াসিম আকরাম : পাকিস্তানের সাবেক অধিনায়ক

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...