নেইমারের প্রত্যাবর্তনে জায়গা হারাচ্ছেন ভিনিসিয়াস!

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৫, ১২: ৪৪

২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের শেষ দুটি ম্যাচের স্কোয়াডে ফিরবেন নেইমার- গত কিছুদিন ধরেই তৈরি হয়েছে এমন সম্ভাবনা। সে সম্ভাবনা আরো জোরালো করল গ্লোবো।

চিলি ও বলিভিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচকে সামনে রেখে আগামী ২৫ আগস্ট দল ঘোষণা করবেন ব্রাজিলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি। সে দলে থাকবেন নেইমার- এমনটাই জানিয়েছে গ্লোবো। একই সঙ্গে ভিনিসিয়াস জুনিয়রের বাদ পড়ার বিষয়টি জানিয়েছে ব্রাজিলিয়ান গণমাধ্যমটি।

বিজ্ঞাপন

চোট থেকে পুরোপুরি সেরে উঠায় সান্তোসের হয়ে নিয়মিত মাঠে নামছেন নেইমার। আক্রমণভাগের এই ফুটবলারের পারফরম্যান্সও সন্তোষজনক। প্রতিবেদনে ও গ্লোবো দাবি করেছে- বিশ্বকাপ বাছাই পর্বের শেষ দুটি ম্যাচের জন্য নেইমারকে রেখেই দল ঘোষণা করবেন আনচেলত্তি।

সবশেষ ২০২৩ সালের অক্টোবরে বিশ্বকাপ বাছাইয়ে ব্রাজিলের হয়ে খেলেছেন নেইমার। সে সময় এসিএল ইনজুরির কারণে ছিটকে যান। এরপর থেকেই আর দেশের প্রতিনিধিত্ব করা হয়নি সান্তোস তারকার।

এদিকে গত জুনে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন ভিনিসিয়াস। এজন্য চিলির বিপক্ষে পরবর্তী ম্যাচে নিষিদ্ধ হয়েছেন রিয়াল মাদ্রিদ উইঙ্গার। তাই কেবলমাত্র বলিভিয়ার বিপক্ষে ম্যাচের জন্য তাকে স্কোয়াডে রাখতে চান না আনচেলত্তি- এমনটাই দাবি গ্লোবোর। ভিনিসিয়াসকে আপাতত বিশ্রাম দিতে চান এই ইতালিয়ান কোচ।

ল্যাটিন আমেরিকার তৃতীয় হয়ে বিশ্বকাপের টিকিট কেটেছে ব্রাজিল। আগামী ৫ সেপ্টেম্বর চিলির বিপক্ষে মাঠে নামবে জায়ান্টরা। ১০ সেপ্টেম্বর তাদের প্রতিপক্ষ বলিভিয়া।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত