সহজ জয়ে শীর্ষে পিএসজি

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৫, ২৩: ১৮

আগের ম্যাচে হারতে হয়েছিল মার্শেইয়ের বিপক্ষে। তবে এক ম্যাচ বাদেই জয়ের ধারায় ফিরল পিএসজি। এই ম্যাচেও ছিলেন না দলের সেরা তারকা ওসমান দেম্বেলেসহ আরো কয়েকজন। তাতেও জয় পেতে সমস্যা হয়নি লুইস এনরিকের দলের।

বিজ্ঞাপন

দ্বিতীয় সারির দল নামিয়েও অজেঁর বিপক্ষে ২-০ গোলের জয় পেয়েছে প্যারিসিয়ানরা। সহজ জয়ে পয়েন্টস টেবিলের শীর্ষস্থান দখলে নিয়েছে পিএসজি।
গত শনিবার পার্ক দে প্রিন্সেসে দুই অর্ধে দুই সেন্টারব্যাক ইলিয়া জাবারনিয়ি ও লুকাস বেরালদো গোল করেন। সবশেষ ৯ মৌসুমে এই নিয়ে সপ্তমবারের মতো মৌসুমের প্রথম ছয় ম্যাচের অন্তত পাঁচটিতে জয় পেল পিএসজি।

এ নিয়ে লিগে টানা ৩৬ ম্যাচে গোল পেয়েছে তারা, যা তাদের ক্লাব রেকর্ড। ইউরোপের শীর্ষ পাঁচ লিগে টানা গোলের রেকর্ড ফরাসি ক্লাব লিলের (৪৪ ম্যাচ)।


ঘরের মাঠে ম্যাচের আগে এদিন পিএসজির খেলোয়াড়রা হাজির হয়েছিল সদ্য ব্যালন ডি’অর সেরেমনিতের অর্জন হাতে। ইনজুরির কারণে স্কোয়াডে না থাকলেও ওসমান দেম্বেলে দর্শক-সমর্থকদের সামনে ব্যালন ডি’অর হাতে উপস্থিত হন। সেরা কোচ ও সেরা ক্লাবের পুরস্কার হাতে উপস্থিত ছিলেন লুইস এনরিকে এবং অধিনায়ক মার্কোনিয়স।


এমন উৎসবমুখর পরিবেশে ম্যাচের শুরু থেকেই দাপট দেখিয়ে খেলতে থাকে পিএসজি। তাতে ৩২ মিনিটেই এগিয়ে যায় তারা। কর্নার থেকে উড়ে আসা বলে ব্যাকপোস্টে পাস দেন ভিতিনিয়া। ভলিতে জাল খুঁজে নেন জাবারনিয়ি। প্রথমার্ধে এক গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় পিএসজি।

দ্বিতীয়ার্ধেও আক্রমণাত্মক হয়ে খেলতে থাকে তারা। তাতে আরেকটি কর্নার আদায় করে ইউরোপ সেরা দলটি। ৫৪ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে ফরাসি জায়ান্টরা। কর্নার থেকে বল পেয়ে গোলমুখ থেকে হেডে জাল খুঁজে নেন মায়ুলু।


এই জয়ে ৬ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠেছে পিএসজি। সমান ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে দুইয়ে মার্শেই।

সাব-জেলে অভিযুক্ত সেনা কর্মকর্তারা, সরকারের কাছে যে আহ্বান জানালেন ব্যারিস্টার আরমান

অসদাচারণের দায়ে টঙ্গী পাইলট স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে শোকজ

জরুরি অবস্থা জারি করলেন পেরুর প্রেসিডেন্ট

গুম-খুনে জড়িত ১৫ সেনা কর্মকর্তা চাকরিচ্যুত। ট্রাইব্যুনালে হাজির। সাবজেলে প্রেরণ

এবার ১ টাকায় গরুর মাংস বিতরণের ঘোষণা সেই এমপি প্রার্থীর

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত