ইসরাইলকে নিষিদ্ধের দাবি ৫০ ক্রীড়াবিদদের

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৫, ২২: ৫৮

ফিলিস্তিনে গণহত্যার চালিয়ে যাচ্ছে ইসরাইল। এ জন্য ইহুদি রাষ্ট্রটিকে নিষিদ্ধের দাবি তুলেছেন ৫০ জন ক্রীড়াবিদ। এই তালিকায় সাবেক ও বর্তমান সব ধরনের খেলোয়াড়ই রয়েছেন। উয়েফার টুর্নামেন্ট থেকে ইসরাইলকে নিষিদ্ধের দাবি তুলে খেলোয়াড়দের স্বাক্ষরিত চিঠি পাঠানো হয়েছে উয়েফা কর্তৃপক্ষের কাছে।

বিজ্ঞাপন

সেই চিঠিতে স্বাক্ষর করা খেলোয়াড়দের মধ্যে রয়েছেন ইংল্যান্ডের সাবেক অলরাউন্ডার মঈন আলী, ফরাসি মিডফিল্ডার পল পগবা ও ব্রিটিশ বক্সার জ্যাক চেল্লির মতো জন নন্দিত ক্রীড়াবিদরা।

এই তালিকায় যোগ দিয়েছেন ব্রিটিশ ঘোড়দৌড়ে প্রথম হিজাবধারী জকি খাদিজা মেল্লা, ক্রিস্টাল প্যালেসের মালিয়ান মিডফিল্ডার চিয়েক ডৌকুরে, চেলসির সাবেক মরোক্কান উইঙ্গার হাকিম জিয়েশ, অ্যাস্টন ভিলার ডাচ উইঙ্গার আনোয়ার এল ঘাজি ও লেস্টার সিটির সাবেক কোচ নাইজেল পিয়ার্সন।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত