হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েছেন রবার্তো কার্লোস। এখন হাসপাতালে চিকিৎসা চলছে রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান কিংবদন্তি এ ফুটবলারের। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে খবরটি নিশ্চিত করেছেন এ ফুটবল লিজেন্ড নিজেই।
ইনস্টাগ্রামে বিছানায় বসে হাসিমুখে তোলা একটি ছবি পোস্ট করেছেন ৫২ বছরের সাবেক এ ডিফেন্ডার। ছবির ক্যাপশনে নিজের শারীরিক অবস্থার কথাও জানিয়েছেন তিনি। একই সঙ্গে হৃদরোগে আক্রান্ত হওয়ার খবর উড়িয়ে দিয়েছেন।
কার্লোস জানিয়েছেন, তিনি আগেই নির্ধারিত একটি প্রতিরোধমূলক চিকিৎসা প্রক্রিয়ার মধ্য দিয়ে গেছেন। চিকিৎসকদের সঙ্গে প্ল্যান করেই এই চিকিৎসা নিয়েছেন। তার অস্ত্রোপচারও সফল হয়েছে।
এক বিবৃতিতে কার্লোস বলেন, ‘আমি সাম্প্রতিক সময়ে ছড়িয়ে পড়া তথ্যগুলো পরিষ্কার করতে চাই। আমি হার্ট অ্যাটাকে আক্রান্ত হইনি। এটি ছিল আগেভাগেই পরিকল্পিত একটি চিকিৎসা প্রক্রিয়া, যা সফলভাবে সম্পন্ন হয়েছে।’
সঙ্গে কার্লোস যোগ করেন, ‘আমি ভালোভাবে সেরে উঠছি। খুব শিগগিরই আবার স্বাভাবিক জীবন ও পেশাগত কাজে ফিরতে চাই।’
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

