স্পোর্টস রিপোর্টার
প্রতিপক্ষ ছিল বিসিবি অনূর্ধ্ব-১৫ বালক দল। ওয়ানডেতে এই দলটিকেও হারাতে পারেনি বাংলাদেশ নারী লাল দল। বিসিবি উইমেনস চ্যালেঞ্জ কাপে উল্টো বালকদের বিপক্ষে হারের তেতো স্বাদ হজম করেছে মেয়েরা। ব্যাট হাতে শুরুটা ভালোই হয়েছিল। তারপরও মিডল অর্ডার ব্যাটারদের ব্যর্থতায় ৮৭ রানে ধরাশায়ী হয়েছে নিগার সুলতানা জ্যোতিরা। এ হারে ব্যাটিংয়ে নারী ক্রিকেটারদের ঘাটতিটা স্পষ্ট হলো আরো।
বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) তিন নম্বর মাঠে শুরুতে ব্যাটিংয়ে নেমে ৮ উইকেটের বিনিময়ে ১৮১ রানের পুঁজি গড়ে বিসিবি অনূর্ধ্ব-১৫ টিম। লক্ষ্য তাড়া করতে নেমে মেয়েরা গুটিয়ে যায় মাত্র ৯৪ রানে।
ওপেনার শারমিন ও তানজিম মিলে পাওয়ার প্লেতে সংগ্রহ করেন ৩২ রান। ৫৪ বলে দলীয় স্কোরে ২০ রান যোগ করেন শারমিন। ৪১ বলে ১৬ রান এনে দিয়ে ফেরেন তানজিমও। তবে তিন নম্বরে নেমে ডাক মারেন জ্যোতিও। এরপরই শুরু হয়ে যায় মেয়েদের আসা-যাওয়ার মিছিল। বিসিবি অনূর্ধ্ব-১৫ বালকদের হয়ে তিনটি উইকেট শিকার করেন আদিব। দুটি করে উইকেট পান আলিফ ও জাহিন।
তার আগে ছেলেদের হয়ে ৬৩ বলে ব্যক্তিগত সর্বোচ্চ ৪৬ রানের ইনিংস উপহার দেন বায়েজিদ। আর আলিফের ব্যাট থেকে ৮১ বলে আসে ৪৫ রান।
সংক্ষিপ্ত স্কোর
বিডি বয়েজ অনূর্ধ্ব-১৫ : ১৮১/৮; ৫০ ওভার (বায়েজিদ ৪৬, আলিফ ৪৫; সানজিদা ২/৩৫ ও সুমনা ২/৩৭)।
উইমেনস টিম রেড : ৯৪/১০; ৩৮ ওভার (শারমিন ২০, তানজিম ১৬; আবিদ ৩/১২ ও আফ্রিদি ২/১৯ ও জাহিন ২/২৫)।
ফল : বিডি বয়েজ অনূর্ধ্ব-১৫ দল ৮৭ রানে জয়ী।
ম্যাচসেরা : আলিমুল ইসলাম আদিব।
প্রতিপক্ষ ছিল বিসিবি অনূর্ধ্ব-১৫ বালক দল। ওয়ানডেতে এই দলটিকেও হারাতে পারেনি বাংলাদেশ নারী লাল দল। বিসিবি উইমেনস চ্যালেঞ্জ কাপে উল্টো বালকদের বিপক্ষে হারের তেতো স্বাদ হজম করেছে মেয়েরা। ব্যাট হাতে শুরুটা ভালোই হয়েছিল। তারপরও মিডল অর্ডার ব্যাটারদের ব্যর্থতায় ৮৭ রানে ধরাশায়ী হয়েছে নিগার সুলতানা জ্যোতিরা। এ হারে ব্যাটিংয়ে নারী ক্রিকেটারদের ঘাটতিটা স্পষ্ট হলো আরো।
বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) তিন নম্বর মাঠে শুরুতে ব্যাটিংয়ে নেমে ৮ উইকেটের বিনিময়ে ১৮১ রানের পুঁজি গড়ে বিসিবি অনূর্ধ্ব-১৫ টিম। লক্ষ্য তাড়া করতে নেমে মেয়েরা গুটিয়ে যায় মাত্র ৯৪ রানে।
ওপেনার শারমিন ও তানজিম মিলে পাওয়ার প্লেতে সংগ্রহ করেন ৩২ রান। ৫৪ বলে দলীয় স্কোরে ২০ রান যোগ করেন শারমিন। ৪১ বলে ১৬ রান এনে দিয়ে ফেরেন তানজিমও। তবে তিন নম্বরে নেমে ডাক মারেন জ্যোতিও। এরপরই শুরু হয়ে যায় মেয়েদের আসা-যাওয়ার মিছিল। বিসিবি অনূর্ধ্ব-১৫ বালকদের হয়ে তিনটি উইকেট শিকার করেন আদিব। দুটি করে উইকেট পান আলিফ ও জাহিন।
তার আগে ছেলেদের হয়ে ৬৩ বলে ব্যক্তিগত সর্বোচ্চ ৪৬ রানের ইনিংস উপহার দেন বায়েজিদ। আর আলিফের ব্যাট থেকে ৮১ বলে আসে ৪৫ রান।
সংক্ষিপ্ত স্কোর
বিডি বয়েজ অনূর্ধ্ব-১৫ : ১৮১/৮; ৫০ ওভার (বায়েজিদ ৪৬, আলিফ ৪৫; সানজিদা ২/৩৫ ও সুমনা ২/৩৭)।
উইমেনস টিম রেড : ৯৪/১০; ৩৮ ওভার (শারমিন ২০, তানজিম ১৬; আবিদ ৩/১২ ও আফ্রিদি ২/১৯ ও জাহিন ২/২৫)।
ফল : বিডি বয়েজ অনূর্ধ্ব-১৫ দল ৮৭ রানে জয়ী।
ম্যাচসেরা : আলিমুল ইসলাম আদিব।
দারুণ ফর্মে রয়েছে রিয়াল মাদ্রিদ। ঘরোয়া থেকে ইউরোপিয়ান ফুটবল- প্রতিটি জায়গাতেই দাপট দেখিয়ে চলেছে কোচ জাবি আলোনসোর শিষ্যরা। লা লিগায় এখন পর্যন্ত ৯ ম্যাচ খেলে জিতেছে ৮টিতেই। হার বলতে একটিতে।
৮ ঘণ্টা আগেদারুণ সময় কাটছে আর্সেনালের। আগে থেকেই জয়ের ছন্দে ছিল কোচ মিকেল আর্তেতার শিষ্যরা। ছুটে চলছিল জয়ে রথে চেপে। তার ধারাবাহিকতায় চ্যাম্পিয়নস লিগে তুলে নিয়েছে আরও একটি বড় জয়। ইংলিশ জায়ান্ট ক্লাবটি ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদকে। সব ধরনের টুর্নামেন্ট মিলিয়ে এনিয়ে টানা ছয় ম্যাচে জয় পেল ক্লাবটি।
৮ ঘণ্টা আগেবার্সেলোনাকে হারানোর পর থেকেই সময়টা যেন ভালো যাচ্ছিল না। মাঠের পারফরম্যান্সে কোথায় যেন খেই হারিয়ে ফেলেছিল পিএসজি। ফরাসি লিগ ওয়ানে হোঁচট খেয়ে বসে পরপর দুই ম্যাচে। স্ত্রাসবুর্গের বিপক্ষে ছয় গোলের থ্রিলার ম্যাচে জয়বঞ্চিত হয়েছে দলটি।
৮ ঘণ্টা আগেবাবা ক্রিশ্চিয়ানো রোনালদোর মতো ছেলেও খেলবেন পর্তুগালের জাতীয় দলে। স্বপ্নের সেই পথে একটু একটু করে এগোচ্ছেন তনয় ক্রিশ্চিয়ানো জুনিয়র। গত মে’তে পর্তুগাল অনূর্ধ্ব-১৫ দলে জায়গা পেয়েছিলেন।
১২ ঘণ্টা আগে