ছেলেদের কাছে হারলেন জ্যোতিরা

স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ২০ আগস্ট ২০২৫, ২৩: ১২

প্রতিপক্ষ ছিল বিসিবি অনূর্ধ্ব-১৫ বালক দল। ওয়ানডেতে এই দলটিকেও হারাতে পারেনি বাংলাদেশ নারী লাল দল। বিসিবি উইমেনস চ্যালেঞ্জ কাপে উল্টো বালকদের বিপক্ষে হারের তেতো স্বাদ হজম করেছে মেয়েরা। ব্যাট হাতে শুরুটা ভালোই হয়েছিল। তারপরও মিডল অর্ডার ব্যাটারদের ব্যর্থতায় ৮৭ রানে ধরাশায়ী হয়েছে নিগার সুলতানা জ্যোতিরা। এ হারে ব্যাটিংয়ে নারী ক্রিকেটারদের ঘাটতিটা স্পষ্ট হলো আরো।

বিজ্ঞাপন


বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) তিন নম্বর মাঠে শুরুতে ব্যাটিংয়ে নেমে ৮ উইকেটের বিনিময়ে ১৮১ রানের পুঁজি গড়ে বিসিবি অনূর্ধ্ব-১৫ টিম। লক্ষ্য তাড়া করতে নেমে মেয়েরা গুটিয়ে যায় মাত্র ৯৪ রানে।


ওপেনার শারমিন ও তানজিম মিলে পাওয়ার প্লেতে সংগ্রহ করেন ৩২ রান। ৫৪ বলে দলীয় স্কোরে ২০ রান যোগ করেন শারমিন। ৪১ বলে ১৬ রান এনে দিয়ে ফেরেন তানজিমও। তবে তিন নম্বরে নেমে ডাক মারেন জ্যোতিও। এরপরই শুরু হয়ে যায় মেয়েদের আসা-যাওয়ার মিছিল। বিসিবি অনূর্ধ্ব-১৫ বালকদের হয়ে তিনটি উইকেট শিকার করেন আদিব। দুটি করে উইকেট পান আলিফ ও জাহিন।


তার আগে ছেলেদের হয়ে ৬৩ বলে ব্যক্তিগত সর্বোচ্চ ৪৬ রানের ইনিংস উপহার দেন বায়েজিদ। আর আলিফের ব্যাট থেকে ৮১ বলে আসে ৪৫ রান।

সংক্ষিপ্ত স্কোর
বিডি বয়েজ অনূর্ধ্ব-১৫ : ১৮১/৮; ৫০ ওভার (বায়েজিদ ৪৬, আলিফ ৪৫; সানজিদা ২/৩৫ ও সুমনা ২/৩৭)।


উইমেনস টিম রেড : ৯৪/১০; ৩৮ ওভার (শারমিন ২০, তানজিম ১৬; আবিদ ৩/১২ ও আফ্রিদি ২/১৯ ও জাহিন ২/২৫)।


ফল : বিডি বয়েজ অনূর্ধ্ব-১৫ দল ৮৭ রানে জয়ী।


ম্যাচসেরা : আলিমুল ইসলাম আদিব।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত