রংপুর রাইডার্সের সঙ্গে ম্যাপেল লিফ ও রেডিও ৭১ এর চুক্তি

স্পোর্টস রিপোর্টার, সিলেট থেকে
প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৫, ১৯: ৫২
আপডেট : ০৩ জানুয়ারি ২০২৫, ১৯: ৫৪

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অন্যতম ফ্র্যাঞ্চাইজি রংপুর রাইডার্স। গত চার মৌসুম টুর্নামেন্টে খেলেছে তারা। বসুন্ধরা গ্রুপ পৃষ্ঠপোষকতা করছে দলটির। ২০১৭ সালে মাশরাফি বিন মর্তুজার নেতৃত্বে বিপিএলে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয় রংপুর। সম্প্রতি গ্লোবাল সুপার লিগ টি-টোয়েন্টি টুর্নামেন্টেও চ্যাম্পিয়ন হয়েছে দলটি। এই সাফল্যে উজ্জীবিত রংপুর দ্বিতীয়বারের মতো বিপিএলে চ্যাম্পিয়ন হওয়ার মিশন নিয়ে খেলছে। এবার দলটির নেতৃত্বে আছেন নুরুল হাসান সোহান। ফ্র্যাঞ্চাইজিটি মাঠের বাইরেও বেশ কিছু কার্যক্রম অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় সম্প্রতি রংপুর রাইডার্স এডুকেশন ও মিডিয়া পার্টনার হিসেবে ম্যাপল লিফ ইন্টারন্যাশনাল স্কুল ও রেডিও ৭১ এর সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে। এ চুক্তিতে স্বাক্ষর করেন রেডিও ৭১ ও ম্যাপল লিফের পক্ষে রিয়াজ রহমান ও আলী আরমান রেজা। রংপুর রাইডার্সের পক্ষে ইসতিয়াক সাদেক সিও স্বাক্ষর করেন।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত