ছুটছে রংপুরের জয়রথ

স্পোর্টস রিপোর্টার, সিলেট থেকে
প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৫, ২২: ১২

বোলাররা কাজটা সহজই করে রেখেছিলেন। কিন্তু শুরুতেই ২ উইকেট হারিয়ে চাপে পড়ে রংপুর রাইডার্স। তবে অ্যালেক্স হেলস ও সাইফ হাসান ১১৩ রানের দারুণ এক জুটি গড়ে দলকে এনে দিয়েছেন টানা তৃতীয় জয়।

বৃহস্পতিবার শেরেবাংলা স্টেডিয়ামে ফরচুন বরিশালকে ৮ উইকেটে হারায় নুরুল হাসান সোহানের দল। আগে ব্যাটিং করে ১২৪ রান করে বরিশাল। রংপুরের হয়ে ৩ উইকেট নেন খুশদিল শাহ। এছাড়া ইফতেখার আহমেদ ও নাহিদ রানার শিকার ছিল জোড়া উইকেট।

বিজ্ঞাপন

১২৫ রান তাড়া করতে নেমে ১৫ রানেই ২ উইকেট হারায় রংপুর। তবে এরপর সাইফ ও হেলসের ১১৩ রানের অবিচ্ছিন্ন জুটিতে ৫ ওভার হাতে রেখে জয় পায় রংপুর। বরিশালের হয়ে ২ উইকেটই নেন অভিষিক্ত পেসার ইকবাল হোসেন ইমন। হেলস ৪৯ আর সাইফ অপরাজিত থাকেন ৬২ রানে। এই জয়ে টানা তৃতীয় ম্যাচে অপরাজিত থাকা রংপুর সুসংহত করল পয়েন্ট টেবিলের শীর্ষস্থান।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত