
স্পোর্টস রিপোর্টার

পুরো ইনিংসে ছিল না কোন ভুল শট। দেখেশুনে এগিয়ে নিয়েছেন নিজের ইনিংস। এমন দারুণ ইনিংস খেলা মুশফিকের সেঞ্চুরির জন্য অপেক্ষা ছিল শেষ বেলায়। তবে সেই কাঙ্ক্ষিত সেঞ্চুরি আর পাননি মুশফিকুর রহিম। ৯৯ রানে অপরাজিত থেকে শেষ করতে হয়েছে প্রথম দিন। দ্বিতীয় দিনের শুরুটা সেঞ্চুরি দিয়ে করতে মাঠে নামবেন তিনি।
নিজের শততম টেস্টে ফিফটি পূর্ণ করেছেন মুশফিকুর রহিম। ১০৯ তম বলে ফিফটি পূর্ণ করেছেন। এখন ছুটছেন সেঞ্চুরির পথে। এটা তার ক্যারিয়ারের ২৮তম ফিফটি।
প্রথম সেশনে মমিনুল হকের সঙ্গে জুটি গড়েন মুশফিকুর রহিম। সেই জুটি দ্বিতীয় সেশন কাটিয়ে তৃতীয় সেশনে মাঠে নামার অপেক্ষায়। চতুর্থ উইকেট জুটিতে মমিনুলকে সঙ্গে নিয়ে ৯৭ রান যোগ করেছেন মুশফিকুর রহিম। বড় জুটি গড়ার পথে ক্যারিয়ারের ২৮তম হাফ সেঞ্চুরির অপেক্ষা নিয়ে চা বিরতিতে গিয়েছেন তিনি। ১০৮ বলে ৪৮ রান করে অপরাজিত আছেন মুশফিক।
সাদা পোশাকে আয়ারল্যান্ডের বিপক্ষে মুশফিকুর রহিমের রেকর্ড বরাবরই ঈর্ষাজাগানিয়া। আইরিশদের বিপক্ষে এই মিরপুরেই একটি করে সেঞ্চুরি ও হাফ সেঞ্চুরি আছে তার। ২০২৩ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ইনিংসে সেঞ্চুরির পর দ্বিতীয় ইনিংসে করেছিলেন ফিফটি।
আইরিশদের বিপক্ষে মুশফিকের রেকর্ড-
ম্যাচ- ২
ইনিংস- ৩
রান- ২০০
গড়- ১০০
সেঞ্চুরি- ১
হাফ সেঞ্চুরি- ১
দলীয় ৯৫ রানের মাথায় অধিনায়ক নাজমুল হোসেন শান্তর বিদায়ের পর ক্রিজে আসেন মুশফিকুর রহিম। তিনে নামা মমিনুল হককে সঙ্গে নিয়ে দারুণভাবে দলকে এগিয়ে নিচ্ছেন। এখন পর্যন্ত দুইজন মিলে চতুর্থ উইকেট জুটিতে যোগ করেছেন ৫০ রান।
মধ্যাহ্ন বিরতি থেকে ফের ব্যাট করছেন মুশফিকুর রহিম। ৩ রান করে বিরতিতে যাওয়া মুশফিক ফিরে সিঙ্গেল নিয়ে রানের খাতা খুলেছেন।
মধ্যাহ্ন বিরতি শুরুর খানিকটা আগে উইকেটে এসেছিলেন মুশফিকুর রহিম। সঙ্গী মমিনুল হককে সঙ্গে নিয়ে শুরুটা ভালোই করেছেন। মধ্যাহ্ন বিরতির আগে ১৮ বলে ৩ রানে অপরাজিত আছেন তিনি। বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ১০০ রান।
মধ্যাহ্ন বিরতির আগেই তিন উইকেট হারিয়ে ফেলেছে বাংলাদেশ দল। দলের ৫ম ব্যাটার হিসেবে ব্যাটিংয়ে নেমেছেন শততম টেস্ট খেলতে নামা মুশফিকুর রহিম।