
স্পোর্টস রিপোর্টার

মধ্যাহ্ন বিরতি থেকে ফের ব্যাট করছেন মুশফিকুর রহিম। ৩ রান করে বিরতিতে যাওয়া মুশফিক ফিরে সিঙ্গেল নিয়ে রানের খাতা খুলেছেন।
মধ্যাহ্ন বিরতি শুরুর খানিকটা আগে উইকেটে এসেছিলেন মুশফিকুর রহিম। সঙ্গী মমিনুল হককে সঙ্গে নিয়ে শুরুটা ভালোই করেছেন। মধ্যাহ্ন বিরতির আগে ১৮ বলে ৩ রানে অপরাজিত আছেন তিনি। বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ১০০ রান।
মধ্যাহ্ন বিরতির আগেই তিন উইকেট হারিয়ে ফেলেছে বাংলাদেশ দল। দলের ৫ম ব্যাটার হিসেবে ব্যাটিংয়ে নেমেছেন শততম টেস্ট খেলতে নামা মুশফিকুর রহিম।