এশিয়ান কাপ বাছাই

আক্ষেপ-আফসোসে ফুটবল দলের স্বপ্ন শেষ

স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৫, ০১: ০৫

এশিয়ান কাপ বাছাইয়ে চার ম্যাচ খেলেও জয়ের মুখ দেখেনি বাংলাদেশ। ‘সি’ গ্রুপে দুই ম্যাচে হার ও অপর দুটিতে ড্র করে তারা। ফলে দুই পয়েন্ট অর্জন করা বাংলাদেশের অবস্থান টেবিলের তলানিতে। সর্বশেষ হংকংয়ের বিপক্ষে ১-১ গোলে ড্র করায় এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে উঠার স্বপ্ন শেষ হয়ে গেছে বাংলাদেশের।

বিজ্ঞাপন

বাকি দুই ম্যাচে ভারত ও সিঙ্গাপুরের বিপক্ষে যদি জিতে তবুও বাংলাদেশকে বাছাই পর্ব থেকেই বিদায় নিতে হবে। পয়েন্টের হিসেব তাই বলছে। আর এই ব্যর্থতার জবাবে বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া বলছেন, ‘প্রথমার্ধ ভালো হয়নি, দ্বিতীয়ার্ধে যখন খেলোয়াড় বদলি করা হয় খেলায় পরিবর্তন এসেছে। দুর্ভাগ্যজনকভাবে আমরা দ্বিতীয় গোল করতে পারিনি। এটা একটু খারাপ লাগছে, তবে দ্বিতীয়ার্ধে আমরা ভালো খেলেছি।’

হংকংয়ের বিপক্ষে প্রথম একাদশে জায়গা হয়নি অধিনায়ক জামালের। দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নেমেছেন এই অভিজ্ঞ মিডফিল্ডার। এই অর্ধে বাংলাদেশও দুর্দান্ত খেলেছে। জামাল বলেন, ‘আমি ফাহামিদুলকে বলেছি, আমরা যখন নামব তখন খেলায় পরিবর্তন আনতে হবে। কারণ- দল এখন ভালো খেলছে না। ফাহামিদুল ইতিবাচক ছিল, আমিও ইতিবাচক ছিলাম। তারা লাল কার্ড দেখেছে, আমরাও গোল পেয়েছি। দ্বিতীয় গোলটা আমরা প্রায় পেয়েই যাচ্ছিলাম, কিন্তু হয়নি। তবে দ্বিতীয়ার্ধে যারা নেমেছে তারা ভালো করেছে।’

আগামী নভেম্বরে বাংলাদেশের পরবর্তী ম্যাচ ভারত ও সিঙ্গাপুরের বিপক্ষে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত