২০২৬ বিশ্বকাপে ৩৩০টি টিকিট পাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ফিফা তাদের সদস্যভুক্ত দেশগুলোর ফেডারেশনের জন্য যে টিকিট বরাদ্দ রাখা হয়, সেখান থেকে এই টিকিটগুলো পাওয়া যাবে। জাতীয় দল কমিটির সভা শেষে বাফুফের সিনিয়র সহসভাপতি ইমরুল হাসান জানান, ‘নন প্লেয়িং কান্ট্রি হিসেবে আমাদের ৩৩০টির বেশি টিকিট পাওয়ার সুযোগ নেই।
আগামীকাল (রবিবার) থেকে ২২ জানুয়ারি পর্যন্ত টিকিটের জন্য আবেদন গ্রহণ করা হবে। আবেদন ফরমের মূল্য ৫০০ টাকা ও নির্দিষ্ট টিকিটের দাম পরিশোধ করতে হবে। প্রেস রিলিজের মাধ্যমে এই সংক্রান্ত বিস্তারিত তথ্য দেওয়া হবে।’
বাফুফের নির্বাহী কমিটি, ক্লাব, সাবেক ফুটবলার ও সংগঠকরা বিশ্বকাপ টিকিটের ক্ষেত্রে প্রাধান্য পেয়ে থাকেন। এছাড়া পৃষ্ঠপোষক, সরকার, রাজনৈতিক ব্যক্তিবর্গ, ব্যবসায়ীসহ সমাজের নানা স্তরের ব্যক্তিরাও টিকিট পেতে পারেন। বাফুফে কীভাবে টিকিট বণ্টন করে, সেটির ওপর নির্ভর করবে সবকিছু।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

