নারী ফুটবল লিগে দুর্দান্ত পারফরম্যান্স ‘শো’ করছেন শামসুন্নাহার জুনিয়র। এতে প্রতি ম্যাচেই সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতে নিচ্ছেন এই স্ট্রাইকার। শনিবারও ফরাশগঞ্জের হয়ে মাঠে দ্যুতি ছড়ালেন শামসুন্নাহার। হয়েছেন ম্যাচসেরাও। এ নিয়ে টানা পাঁচ ম্যাচেই সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতলেন জাতীয় দলের এই ফুটবলার। শামসুন্নাহারের গোলেই বাংলাদেশ সেনাবাহিনীকে ১-০ গোলে হারিয়ে পঞ্চম জয় তুলে নেয় ফরাশগঞ্জ।
একই দিন অপর ম্যাচে গোলবন্যা বইয়ে দিয়েছেন রাজশাহী স্টার্সের খেলোয়াড়রা। তারা ২৪-০ গোলে হারায় কাছারিপাড়া একাদশকে। এ ম্যাচে চারটি হ্যাটট্রিক হয়েছে। আলপি আক্তার ও সৌরভী আক্তার প্রীতি ৭টি করে, শাহেদা আক্তার রিপা ৪টি, রেশমা আক্তার ৩টি গোল করেন। বাকি তিনটি গোল করেন ঋতুপর্ণা চাকমা, মুনকি আক্তার ও স্বপ্না রানি।
কমলাপুর স্টেডিয়ামে ফরাশগঞ্জের হয়ে শনিবারও ঝলক দেখালেন শামসুন্নাহার। তার বাঁ পায়ের দুর্দান্ত ফিনিশিংয়েই ম্যাচে পার্থক্য গড়ে দেন। সেনাবাহিনীর ডিফেন্ডারের ভুলের সুযোগ কাজে লাগান শামসুন্নাহার। তার নেওয়া তীব্র শটে প্রথম বারের কোনা দিয়ে বল জালে জড়ায়। শামসুন্নাহারের নৈপুণ্যে পাওয়া জয়ে শিরোপার পথে এগিয়ে যাচ্ছে ফরাশগঞ্জ।
তাদের পরবর্তী ম্যাচ রাজশাহী স্টারসের বিপক্ষে। লিগে এ পর্যন্ত ১৯টি গোল করেছেন শামসুন্নাহার। এর আগের ম্যাচে অসুস্থ শরীর নিয়েও ৪ গোল করেন তিনি। শামসুন্নাহার জানালেন, ‘আমার গোলে জিতেছি, ভালো লাগছে। পাঁচ ম্যাচেই সেরা হয়েছি। চার ম্যাচে টানা সেরা হওয়ার পরই মনে হয়েছিল এটা রেকর্ড।’
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

