
তুরস্কে নব্যপ্রস্তর যুগের বিরল মানবভাস্কর্য আবিষ্কার
২০২৫ সালে সেফারটেপে প্রত্নতাত্ত্বিক খননে আবিষ্কৃত দুটি মানব-মুখের ত্রাণও উপস্থাপন করেন এরসয়। তিনি বলেন, এগুলোর শিল্পশৈলী গোবেকলিটেপে, কারাহানতেপে এবং সাইবুর্ক স্থানের পূর্বনির্দিষ্ট শৈলী থেকে ভিন্ন ও স্বতন্ত্র নান্দনিকতা বহন করে।

