শৈলকূপায় ধরা পড়লো ১০ ফুট লম্বা কুমিরএলাকাবাসী জানান, কুমিরটি রাত ৯টায় গড়াই নদী থেকে উঠে আড়াআড়িভাবে খিলাফত মেম্বারের বাড়ির দিকে যাচ্ছিল। এ সময় কয়েকজন লোক কুমিরটি দেখতে পায়।১৩ মার্চ ২০২৫
কুমিরের গতিবিধি নির্ণয় সুন্দরবনে ডিভাইস সংযুক্ত কুমির অবমুক্তলবণ পানি প্রজাতির কুমিরের গতিবিধি নির্ণয়ে ও তা নিয়ে গবেষণার জন্য এ প্রকল্পের কাজ চলমান রয়েছে। এর আগে গত বছরের মে মাসে সুন্দরবনের ভদ্রায় দু’টি ও হাড়াবাড়ীয়ায় দু’টিসহ মোট চারটি স্যাটেলাইট ট্রান্সমিটার ডিভাইস সংযুক্ত কুমির অবমুক্ত করা হয়েছিলো। গত বছর অবমুক্ত করা কুমিরের গতিবিধি সংরক্ষণ ও তা নিয়েও গবেষণা২৬ জানুয়ারি ২০২৫