
এত বছর রাজনীতি করি পিআর বুঝি না, সাধারণ জনগণ কী বুঝবে
বিএনপির নির্বাহী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, “পিআর কি খায়, না মাথায় দেয়? এত বছর রাজনীতি করি আমরা পিআর বুঝি না, সাধারণ জনগণ কি বুঝবে। নির্বাচন না হলে তাদের লাভ।” তিনি আরও বলেন, “যেভাবে সবাই মিলে হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছি, একইভাবে সবাই মিলে নির্বাচন দাবি করবো।”
