
মানসম্পন্ন বীজআলু উৎপাদনে বাড়ছে আর্থিক সচ্ছলতা ও কর্মসংস্থান
নীলফামারীতে আলুচাষ করে অনেকের ভাগ্যের পরিবর্তন হলেও ভালো বীজের অভাবে অধিকাংশ কৃষকই ফলনে মার খাচ্ছেন। কেননা, ভাইরাসমুক্ত টিস্যুকালচার বীজের অভাবে আলুচাষিরা হিমাগার বা ঘরে রাখা বীজ রোপণ করে আশানুরূপ ফলন পাচ্ছেন না।
