
সামরিক অভ্যুত্থান ব্যর্থ হয়েছে: বেনিন সরকার
সকালেই অন্তত আটজন সৈন্য কর্নেল টিগ্রি পাস্কালের নেতৃত্বে একটি সামরিক কমিটি ক্ষমতা গ্রহণের ঘোষণা দেয় এবং দেশের জাতীয় প্রতিষ্ঠান বিলুপ্ত ও সংবিধান স্থগিত করার পাশাপাশি আকাশ, স্থলপথ ও সমুদ্রবন্দর বন্ধের ঘোষণা দেয়।

