বাংলাদেশ-ভারত সরকারের তিক্ততায় এবার হচ্ছে না সীমান্তে মিলনমেলামিলন মেলায় নিষেধাজ্ঞা দেওয়ায় দু’দেশের আত্মীয় স্বজনদের মাঝে দেখা হবে না। এ নিয়ে অনেকের মাঝে হতাশা ও চাপা কষ্ট। দু’পারের মানুষের মুখরিত মিলন মেলা স্থল এখন সুনসান নিরবতা বিরাজ করছে।১৩ এপ্রিল ২০২৫