চার দেশের প্রতিযোগীরা এসেছেন ঢাকায়। বাংলাদেশে প্রথমবারের মতো মুয়েথাই (থাই বক্সিং) আন্তর্জাতিক টুর্নামেন্টের জন্য প্রস্তুত আয়োজক যমুনা গ্রুপও। আগামীকাল বেলা তিনটায় বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শুরু হবে চার দেশের ক্রীড়াবিদদের এই প্রতিযোগিতা।