
দারুননাজাত একাডেমি ‘রত্নগর্ভা মা অ্যাওয়ার্ড’ পেলেন ৩৩ নারী
দারুননাজাত একাডেমি ‘রত্নগর্ভা মা অ্যাওয়ার্ড ২০২৫’ পেয়েছেন ৩৩ নারী। সন্তানের রেজাল্ট, কো-কারিকুলার অ্যাক্টিভিটিসসহ বাৎসরিক সার্বিক সফলতার ওপর ভিত্তি করে এই অ্যাওয়ার্ড দেওয়া হয়। শনিবার (১০ জানুয়ারি) সকালে দারুননাজাত একাডেমি অডিটরিয়ামে ৩৩ জন মায়ের হাতে অ্যাওয়ার্ড তুলে দেওয়া হয়।
