
পোশাকশিল্পের বাজার ধরতে প্রয়োজন সতর্কতা
কাপড় তৈরির প্রধান কাঁচামাল সুতা। এই সুতা তৈরি হয় তুলা থেকে। কিন্তু দিন দিন প্রাকৃতিক তুলার উৎপাদন আর সহজলভ্যতা কমতে শুরু করেছে। তাই হু হু করে দাম বাড়ছে। এ বাস্তবতায় বিকল্প হয়ে উঠতে শুরু করেছে পলিয়েস্টার সুতা বা ম্যান মেইড ফাইবার (কৃত্রিম সুতা)।
