
কালের সাক্ষী আজম শাহর সমাধি
বাংলাদেশে সুলতানি আমলের টিকে থাকা প্রাচীনতম সৌধ গিয়াসউদ্দিন আজম শাহর সমাধি। প্রস্তরনির্মিত ও শবাধার-সংবলিত এই সমাধিসৌধ সোনারগাঁয়ের শাহ চিলাপুরে অবস্থিত। এটি বাংলার ইলিয়াস শাহি বংশের তৃতীয় সুলতান গিয়াসউদ্দিন আজম শাহর সমাধি বলে কথিত।
