দেশের ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর সংগঠন ইন্টারনেট সার্ভিস প্রভাইডার অব বাংলাদেশ (আইএসপিএবি) গ্রাহককে ৭০০ টাকার ফিক্সড ইন্টারনেট প্যাকেজ ৫০০ টাকায় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্ত মঙ্গলবার থেকে কার্যকর করা হবে বলে জানিয়েছে সংগঠনটি।
আইএসপিএবির সভাপতি এমদাদুল হক জানান, রাজস্ব বোর্ডে আমরা ৫ দফা প্রস্তাব করেছি। আমরা মূসক কমাতে বলেছি। সরকার আমাদের এই প্রস্তাব গ্রহণ করলে ইন্টারনেট সেবায় গ্রাহকরা আরও উপকৃত হবে।