
এমন ভুল ১২ বছরের বাচ্চারাও করে না: আকবর
রাইজিং স্টার্স এশিয়া কাপের সেমিফাইনালে ভারতকে হারিয়ে ফাইনালে যায় বাংলাদেশ ‘এ’ দল। তবে ওই ম্যাচে দৃষ্টিকটু এক থ্রোর কারণে সমালোচনার মুখে পড়েন অধিনায়ক আকবর আলী। দেশে ফিরে গতকাল বিমানবন্দরে সাংবাদিকদের বলেন, এই ভুল অনূর্ধ্ব ১২ দলের বাচ্চারাও করে না।

