
শোকের ছায়া আর নিষেধাজ্ঞা উপেক্ষা: আতশবাজির আলোয় উত্তাল ঢাকার আকাশ
ঘড়ির কাঁটা রাত ১২টা ছোঁয়ার সঙ্গে সঙ্গেই রাজধানীর আকাশ জানান দিলো ভিন্ন বাস্তবতার। শোকের চাদর আর প্রশাসনিক নিষেধাজ্ঞা—উভয়কেই বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আতশবাজির ঝলকানি আর ফানুসের আলোয় বর্ষবরণে মেতে উঠলো ঢাকা।
