
আন্ডারওয়ার্ল্ডের নিয়ন্ত্রণ
নাছির থেকে সাজ্জাদ: জামিন আর খুনের এক ভয়ংকর চক্র
চট্টগ্রামের আন্ডারওয়ার্ল্ডে একসময় নাম ছিল শুধু ‘শিবির ‘নাছিরের। বন্দুক, চাঁদাবাজি, খুন-সবকিছুর কেন্দ্র ছিল তার বাহিনী। সেই সাম্রাজ্য যখন ক্রসফায়ার, দলাদলি আর পুলিশি অভিযানে ধসে পড়ে, তখনই ধুলো–ধোঁয়ার ভেতর থেকে উঠে আসে নতুন এক নাম- সাজ্জাদ আলী খান।



