
আসিফ আলতাফের মন খারাপের গান ‘ব্যবধান’
‘ধীরে ধীরে বাড়ছে ব্যবধান, দুদিকে ছুটল দুটি প্রাণ’ এমন কথায় মুক্তি পেয়েছে আসিফ আলতাফের মিউজিক ভিডিও ‘ব্যবধান’। নিজের লেখা, সুর ও কম্পোজিশনে গানটি গায়কের ইউটিউব চ্যানেল আসিফ আলতাফ অফিসিয়াল ও তার ফেসবুক প্রোফাইলে মুক্তি দেওয়া হয়।
