বেশ কিছু এয়ারবাস এ৩৫০ উড়োজাহাজের ডেলিভারি পেতে যাচ্ছে এমিরেটস এবং এর ওপর ভিত্তি করেই আরও নতুন ৭টি গন্তব্যে এই উড়োজাহাজের সাহায্যে ফ্লাইট পরিচালনার পরিকল্পনা হাতে নিয়েছে এয়ারলাইনটি। এসব গন্তব্যগুলোর মধ্যে রয়েছে- তিউনিস, আম্মান, ইস্তানবুল, দাম্মাম, হো চি মিন সিটি, বাগদাদ এবং অসলো।