
কার্টি ১৭০, আয়ারল্যান্ড ১৬৫
সিরিজ হার ঠেকানোর জন্য শেষ ওয়ানডেতে জিততেই হতো ওয়েস্ট ইন্ডিজকে। এমন সমীকরণে বৃষ্টি আইনে ১৯৭ রানের বিশাল ব্যবধানে জয় তুলে নিয়েছে ক্যারিবিয়ানরা। তাদের দাপুটা জয়টা এসেছে মূলত কেসি কার্টির ইনিংসে ভর করে। তার খেলা ইনিংসের সমান রানই করতে পারেনি আইরিশরা।
