
গুগল ওয়ালেট না গুগল পে
সম্প্রতি বাংলাদেশে গুগল ওয়ালেট চালু হয়েছে। অনেকেই এটিকে গুগল পে মনে করছেন, যা আসলে একটি ভুল ধারণা। গুগল পে একটি পূর্ণাঙ্গ পেমেন্ট অ্যাপ, যার মাধ্যমে টাকা পাঠানো, গ্রহণ, বিল প্রদানসহ নানা ধরনের লেনদেন করা যায়—এককথায়, অনেকটা বিকাশ বা নগদের মতো। অন্যদিকে, গুগল ওয়ালেট সরাসরি টাকা পাঠাতে পারে না


