
নেদারল্যান্ডের পশ্চিম-দক্ষিণ হল্যান্ড প্রদেশে বিশ্বের প্রথম কালচারড মিট বা ল্যাবে-উৎপাদিত গোশতের খামার স্থাপিত হচ্ছে। স্কিপলাউডেন গ্রামের একটি দুগ্ধ খামারে এই সপ্তাহে প্রথম উৎপাদন মডিউল স্থাপন করার কথা রয়েছে। খামারটি পরিচালনা করছেন কা্র্ন ভ্যান লিউয়েন, তিনি মূলত একজন পনির প্রস্তুতকারক।