
৫০ বছর পর পান্ডাশূন্য হচ্ছে জাপান, বিদায় নিচ্ছে শেষ যমজ পান্ডা
টোকিওর উয়েনো চিড়িয়াখানার জনপ্রিয় যমজ পান্ডা জিয়াও জিয়াও ও লেই লেই চলতি জানুয়ারির শেষের দিকে চীনে তাদের জন্মভূমিতে ফিরে যাবে বলে সোমবার জানিয়েছেন জাপানি কর্মকর্তারা। এর মধ্য দিয়ে প্রায় অর্ধশতাব্দীর মধ্যে প্রথমবারের মতো জাপানে কোনো পান্ডা থাকবে না।
