
শিক্ষাক্ষেত্রে সংস্কার না করলে ফের স্বৈরাচারের উদ্ভব হবে: সলিমুল্লাহ খান
১৫-১৬ বছরে ব্যাপক হারে দেশের সম্পদ আত্মসাৎ এবং বিদেশে পাচার হয়েছে। এখন এই সরকারের উচিত সেই টাকা দেশে ফেরত আনা, যাদের কাছে জমা তা বাজেয়াপ্ত করা। তিনি বলেন নৈরাজ্য তৈরি করলে হবে না, আমাদের গভীর ধৈর্যের সাথে এ অগ্নিপরীক্ষায় পার হতে হবে। কোনো মায়া বা মোহ ৭২ এর সংবিধানের জন্য রাখা যাবে না।

